কাপাসিয়ায় প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্র ৭০ পরিবারে ঈদসামগ্রী বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১১:৩১| আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১২:০৮
অ- অ+

গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নে প্রত্যাশা ফাউন্ডেশনের উদ্যোগে ৭০টি হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ এপ্রিল) বিকালে চিনাডুলী বাঘিয়া মোড়ে সংগঠনের কার্যালয়ে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সার্বিক সহযোগিতায় ছিলেন সংগঠনের সভাপতি প্রবাসী মেহেদী হাসান মনির ও সাধারণ সম্পাদক শাহিন আলম।

এ সময় হতদরিদ্র প্রতিটি পরিবারের হাতে ১ কেজি পোলার চাল, ১ লিটার তেল, ১ কেজি চিনি, ১ প্যাকেট সেমাই, ১ প্যাকেট দুধ, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১টি সাবান ও হাফ কেজি ডাল তুলে দেওয়া হয়।

প্রত্যাশা ফাউন্ডেশনের সহ-সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে ও সদস্য শাহরিয়ার আল সাজিদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ঈদ সামগ্রী বিতরণ করেন তরগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আয়ুবুর রহমান সিকদার, চিনাডুলী বাঘিয়া এম আর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার আফ্রিদ ও তরগাঁও ইউনিয়ন সামাজিক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাবু শেখ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কালাম খান, সাবেক ইউপি সদস্য আশিকুল ঈমান শোয়েব, চিনাডুলি বাজার সমিতির সভাপতি নজরুল ইসলাম সরকার, প্রত্যাশা ফাউন্ডেশনের সহ- সভাপতি কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুক সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আইয়ুবুর, মো. ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক রনি, সদস্য কাউসার ইসলাম, বিল্লাল হোসেন, আলী হোসেন, আশরাফুল ইসলাম, মো. রাকিবুল ইসলাম ,মো. সাখাওয়াত হোসেন, মাসুদ মাঝি, আজিজুল ইসলাম, তারেক হাসান, মো. পারভেজসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

বছর জুড়েই এলাকার হতদরিদ্রদের মাঝে আর্থিক অনুদানসহ নানাবিধ সহযোগিতা দিয়ে থাকে প্রবাসীদের নিয়ে গঠিত সংগঠন প্রত্যাশা ফাউন্ডেশন।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ‘পাটালি গ্রুপে’র সদস্য ইয়াসিন গ্রেপ্তার
আবারও বাড়ল গুম কমিশনের মেয়াদ
কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা!
রমেকে টিটেনাস সংক্রমণের কারণে আইসিইউ সেবা বন্ধ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা