বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৬ হাজার মোটরসাইকেল পারাপার

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ এপ্রিল ২০২৩, ১৪:২৭
অ- অ+

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ছোট-বড় বাস ও ট্রাক যানবাহন ছাড়াও মোটরসাইকেলের চাপ বেড়ে দাঁড়িয়েছে কয়েকগুণ।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ জানায়, এর ফলে বঙ্গবন্ধু সেতু পূর্ব টাঙ্গাইল ও পশ্চিম সিরাজগঞ্জ অংশের উভয় পার দিয়ে গত ২৪ ঘণ্টায় ৬ হাজারের অধিক মোটরসাইকেল পারাপার করেছে। এছাড়াও ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর এলাকা ঘুরে দেখা যায়, মহাসড়কে ভোর থেকে উত্তরবঙ্গগামী যানবাহনের চাপ বৃদ্ধি পেয়েছে। মোটরসাইকেলের চাপ কম ছিল। তবে, বিকাল থেকে চাপ বৃদ্ধির আশঙ্কা রয়েছে। ঈদের ছুটির দিন থেকে যানবাহনের জটলা ছিল না। কিন্তু বঙ্গবন্ধু সেতু পূর্ব-এলেঙ্গা আঞ্চলিক মহাসড়কে বিভিন্ন স্থানে ঢাকাগামী যানবাহনের জটলার সৃষ্টি হয়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার (১৯ এপ্রিল) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ছয় হাজার ৮৪ টি মোটরসাইকেল পারাপার হয়। সবমিলিয়ে ৩৬ হাজার ৬৯টি যানবাহন পারাপার হয়েছে। টোল আদায় হয়েছে দুই কোটি ৭১ লাখ ৯৫ হাজার ৪০০ টাকা। মহাসড়কে যানজট নেই। স্বাভাবিক গতিতে উত্তরবঙ্গগামী যানবাহন পারাপার হচ্ছে।

(ঢাকাটাইমস/২০এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের হাতে থাকবে না মারণাস্ত্র, র‍্যাব পুনর্গঠনে ৫ সদস্যের কমিটি: স্বরাষ্ট্র উপদেষ্টা 
শিবগঞ্জে জমি নিয়ে বিরোধে যুবককে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
সাইকেল কেনার জন্য ৩ হাজার টাকা চুরি, দেখে ফেলায় দুই খালাকে খুন
ফরিদপুর সদরপুরে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা