‘সরকারের নানা পদক্ষেপে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি’

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৮:৫৯
অ- অ+

তথ্য ও সম্প্রচারমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দেশবাসীর প্রতি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। বলেন, পবিত্র এই দিনে মহান আল্লাহর কাছে ফরিয়াদ হচ্ছে- আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজকে যেভাবে এগিয়ে যাচ্ছে, এ অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে। পাশাপাশি আমাদের দেশ থেকে ষড়যন্ত্রের রাজনীতি, সাংঘর্ষিক-হিংসা ও ঘৃণার রাজনীতি যাতে চিরতরে দূরীভূত হয়।

শনিবার চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাড়ির ঈদগাহে নামাজ আদায় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পবিত্র রমজান মাসে সরকারের নানা পদক্ষেপের কারণে মজুতদার, অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়াতে পারেনি। ঈদ উপলক্ষেও বিভিন্ন জিনিসের দাম বাড়ানোর যে অপচেষ্টা চালায়- সেটাও সম্ভব হয়নি। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রাও অনেক স্বস্তিদায়ক হয়েছে।

ড. হাছান মাহমুদ বলেন, ফিলিস্তিনসহ পৃথিবীর যেসব দেশে মুসলমান সম্প্রদায় নির্যাতনের শিকার হচ্ছে- সেখানে যেন ফিলিস্তিনিদের দাবি প্রতিষ্ঠিত হয়, মিয়ানমার থেকে যাদের বিতাড়িত করা হয়েছে- তাদের যেন সে দেশের সরকার ফেরত নেয়, আল্লাহর কাছে সেই প্রার্থনা করি।

সবার জীবন মঙ্গলময় হোক, শান্তিময় হোক। দেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলুক এবং দেশ থেকে হিংসা ঘৃণা দূরীভূত হোক, এটি আজকের দিনের প্রত্যাশা- বলেন তথ্যমন্ত্রী।

ঈদের নামাজ আদায় শেষে নিজের পিতার কবর জেয়ারত করেন মন্ত্রী। তিনি গ্রামের বাড়িতে আত্মীয় স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা