বরিশালে বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ১৯:৫১
অ- অ+

বরিশাল নগরীর রুপাতলীতে বাসচাপায় পুলিশের একজন সাব-ইন্সপেক্টর (এসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় বাসটি আটক করেছে পুলিশ।

নিহত ওই পুলিশ কর্মকর্তার নাম ফায়েজ হোসেন। তিনি ঢাকা এসবিতে কর্মরত ছিলেন।

শনিবার বিকালে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়ি ঝালকাঠির রায়াপুরে যাচ্ছিলেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা হিমেল পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলটিকে শহরের গ্রামীণ চক্ষু হসপিটালের সামনে বরিশাল-ঝালকাঠি সড়কে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মোটরসাইকেলে থাকা অপরজন গুরুতর আহত হন।

বরিশাল মেট্রোপলিটন কোতয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) আনোয়ার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত সাব-ইন্সপেক্টর ফায়েজ হোসেন ঢাকা এসবিতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে আসেন তিনি। বিকালে তার গ্রামের বাড়ি নলছিঠি উপজেলার রায়পুরা যাচ্ছিলেন। এমন সময় ঝালকাঠি থেকে আসা হিমেল পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

দুর্ঘটনার পর বাসটিকে আটক করলেও পালিয়ে যায় চালক। তাকে আটকের চেষ্টা চলছে বলে জানান থানার ওই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা