নাসিরনগরে খাসজমির দখল নিয়ে সংঘর্ষ, টেঁটায় নিহত ১

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ২২ এপ্রিল ২০২৩, ২২:৩২| আপডেট : ২২ এপ্রিল ২০২৩, ২২:৩৬
অ- অ+

ঈদের দিন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাসজমির দখল নিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়েছে। দফায় দফায় সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন।

নিহতের নাম মো. জামাল মিয়া (৪৫)। তিনি ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের খোরশেদ মিয়ার ছেলে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের নারী-পুরুষসহ অর্ধশতাধিক আহত হয়েছেন। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, বর্তমান ইউপি সদস্য রব মিয়া ও সাবেক ইউপি সদস্য আব্দুল হামিদের পক্ষের লোকদের মধ্যে খাগালিয়া নতুন বাজার এলাকায় সরকারি খাস জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই জমি নিয়ে আদালতে উভয় পক্ষের মামলাও চলমান। ঈদের সময় উভয় পক্ষের লোকজন বাড়িতে আসায় সংঘবদ্ধভাবে এ খাস জমির দখল নিতে যায়। দুই পক্ষ খাস জমি নিজেদের বলে দাবি করায় বাঁধে সংঘর্ষ। দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষ তিন দফা সংঘর্ষে জড়ায়। এতে জামাল মিয়া টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ সরকার বলেন, ‘সরকারি খাস জমি দখল নিতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে রব মিয়ার পক্ষের জামাল ঘটনাস্থলে টেঁটা বিদ্ধ হয়ে নিহত হয়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২২এপ্রিল/এমএইচ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল মল্লিক
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
আওয়ামী লীগ নিষিদ্ধের গেজেট প্রকাশের পরই নিবন্ধন নিয়ে সিদ্ধান্ত: সিইসি
ভারতের রাফাল ধ্বংসকারী চীনা যুদ্ধবিমান জে-১০সি কিনতে যাচ্ছে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা