ময়মনসিংহে হাতি তাড়াতে গিয়ে লাশ হলেন কৃষক

পাহাড় থেকে নেমে আসা হাতির পাল তাড়াতে গিয়ে প্রাণ গেল ফরজুল ইসলাম নামে এক কৃষকের। শনিবার বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
৩৫ বছর বয়সী ফরজুল ইসলাম কাটাবাড়ি গ্রামের মৃত ফজর আলীর ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট মডেল থানার ওসি মো. শাহীনুজ্জামান খান।
গাজিরভিটা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, ইউনিয়নের সীমান্তে ফরজুল হক ধান চাষ করতেন। শনিবার বিকাল চারটার দিকে পাহাড় থেকে হাতির পাল নেমে তার ধানের ক্ষতি করছিল।
খবর পেয়ে ফরজুল ইসলাম স্থানীয় আরও কয়েকজনকে নিয়ে হাতি তাড়াতে যান। কিন্তু এক পর্যায়ে বন্যহাতির পালই তাদের তাদের তাড়া করে। তাড়া খেয়ে অন্যরা পালিয়ে বাঁচতে পারলেও ফরজুল ফিরে আসতে পারেননি। হাতির পালের পদপিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন।
হাতির পাল চলে গেলে স্থানীয়রা ফরজুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিচ্ছিলেন। কিন্তু হাসপাতালে আর পৌঁছাতে পারেননি। পথেই ফরজুলের মৃত্যু হয়।
(ঢাকাটাইমস/২৩এপ্রিল/এজে)

মন্তব্য করুন