কক্সবাজারে ট্রলারে হাত-পা বাঁধা ১০ মরদেহের ছয়টি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ এপ্রিল ২০২৩, ২৩:৫৩| আপডেট : ২৫ এপ্রিল ২০২৩, ০০:০০
অ- অ+

কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে ভেসে আসা মাছ ধরার ট্রলার থেকে উদ্ধার হওয়া ১০ লাশের মধ্যে ছয়জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে এসব লাশ স্বজনদের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো. শাহীন ইমরান ও পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়নাতদন্তের পর স্বজনদের শনাক্তের ওপর ভিত্তি করে লাশগুলো হস্তান্তর করা হয়।

হস্তান্তর করা লাশগুলো হলো- মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের শামসুল আলম, শাপলাপুরের শওকত উল্লাহ, মোহাম্মদ শাহজাহান, ওসমান গণি ও নুর কবির এবং চকরিয়ার কোনাখালী ইউনিয়নের মোহাম্মদ তারেকের। বাকি চারজনের লাশ নিয়ে ডিএনএ টেস্টের ফলাফলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

সংশ্লিষ্টরা জানান, স্বজনদের শনাক্তের ওপর ভিত্তি লাশগুলো হস্তান্তর করা হয়েছে। বাকি চারজনের স্বজনরা সঠিকভাবে শনাক্ত করতে না পারার কারণে সেগুলো দেওয়া হয়নি। মঙ্গলবার দাফনের পর স্বজনরা এই ঘটনায় মামলা করবে বলে জানান পুলিশ সুপার।

রবিবার (২৩ এপ্রিল) ভাসমান মাছ ধরার ট্রলার থেকে হাত-পা বাধা অবস্থায় মাছ রাখার স্টোর থেকে গলিত লাশগুলো উদ্ধার করা হয়।

(ঢাকাটাইমস/২৪এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা