বাপ্পি চৌধুরীর সঙ্গে হিট যেসব নায়িকার জুটি

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ এপ্রিল ২০২৩, ০৯:১৩
অ- অ+

ঢালিউডের এ প্রজন্মের অন্যতম সুদর্শন নায়ক বাপ্পি চৌধুরী। ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন এক দশক ধরে। এই সময়ের মধ্যে মাহিয়া মাহি, আঁচল আঁখি, বিদ্যা সিনহা মিম, ইয়ামিন হক ববি, অধরা খান এবং অপু বিশ্বাসের মতো প্রথম সারির নায়িকাদের সঙ্গে তাকে জুটি বাঁধতে দেখা গেছে। এদের প্রত্যেকের সঙ্গেই তার জুটি হিট। চলুন তবে একটু বিস্তারিত জেনে আসি।

বাপ্পি ও মাহিয়া মাহি

২০১২ সালে শাহীন সুমন পরিচালিত ‘ভালোবাসার রঙ’ ছবিটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় বাপ্পি চৌধুরীর। জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ওই একই ছবিতে অভিষেক হয় মাহিয়া মাহিরও। প্রথম ছবিতেই দর্শক ও সিনেবোদ্ধাদের নজর কাড়েন নতুন জুটি বাপ্পি ও মাহি। প্রথম ছবির সফল হওয়ায় পরবর্তীতে এ জুটিকে নিয়ে আগ্রহী হন অন্য পরিচালক-প্রযোজকরাও।

‘ভালোবাসার রঙ’-এর পর বাপ্পী ও মাহিকে একসঙ্গে ‘অন্যরকম ভালোবাসা’ (২০১২), ‘তবুও ভালোবাসি’ (২০১৩), ‘কী দারুণ দেখতে’ (২০১৪), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দবির সাহেবের সংসার’ (২০১৪) ছবিগুলোতে দেখা গেছে। সবগুলোতেই তাদের অভিনয় প্রশংসিত। এর মধ্যে ২০১৪ সালে সর্বাধিক তিনটি ছবিতে জুটি বাঁধেন বাপ্পি-মাহি। যদিও বেশ কয়েক বছর তাদের একসঙ্গে দেখা নেই।

বাপ্পি ও আঁচল

মাহিয়া মাহির পর বাপ্পি জুটি বাঁধেন ঢালিউডের আরেক সুন্দরী নায়িকা আঁচল আঁখির সঙ্গে। ২০১৩ সালে তারা অভিনয় করেন ‘জটিল প্রেম’ নামে একটি ছবিতে। আসলেই এ ছবিতে বাপ্পির প্রেম ছিল জটিল। তিনি পাগলের মতো ভালোবাসেন আঁচলকে। কিন্তু ছোটবেলার প্রিয় বন্ধু জয় চৌধুরীর জন্য বুকে চাপা দিয়ে রাখতে হয় সে ভালোবাসা। কারণ, ধনাঢ্য পরিবারে বেড়ে ওঠা জয়ও ভালোবাসে আঁচলকে।

যদিও শেষপর্যন্ত বাপ্পির ভালোবাসারই জয় হয়। সত্যিকারের ভালোবাসা দেখাতে না পেরে পরাজিত হন জয়। ক্রিকোণ প্রেমের সেই ‘জটিল প্রেম’ ছবিতে বাপ্পির অভিনয় ছিল নজর কাড়া। নতুন নায়িকা হিসেবে আঁচলের অভিনয়ও বেশ প্রশংসিত হয়। বাপ্পি-আঁচল জুটি পায় দর্শকপ্রিয়তা। পরবর্তীতে ‘প্রেম প্রেম পাগলামি’ (২০১৩), ‘সুলতানা বিবিয়ানা’ (২০১৭), ‘দাঁগ হৃদয়ে’ (২০১৯) ছবিগুলোতেও জুটি বেঁধে তারা প্রশংসিত হন।

বাপ্পি ও ববি

দীর্ঘাদেহি এই নায়িকার সঙ্গে বাপ্পি প্রথম কাজ করেন রাজু চৌধুরী পরিচালিত ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ ছবিতে। যেটি ২০১৩ সালে মুক্তি পায়। অন্যরকম প্রেমের এ ছবিতে বাপ্পিকে দেখা যায় শুভ চরিত্রে। ববি অভিনয় করেন মেঘি চরিত্রে। বরাবরের মতো নজর কাড়তে সক্ষম হন নতুন এ জুটিও। যদিও পরবর্তীতে তাদের আর একসঙ্গে দেখা যায়নি।

বাপ্পি ও মিম

এ জুটি প্রথম কাজ করেন ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘সুইটহার্ট’ ছবিতে। পরিচালনায় ছিলেন ওয়াজেদ আলী সুমন। মুসলমান ও খ্রিস্টান ধর্মের দুই তরুণ-তরুণীর প্রেম এবং ধর্মের বেড়াজালে তাদের বিচ্ছেদ এ ছবির মূল বিষয়। সেখানে দুই ধর্মের দুই তরুণ-তরুণীর চরিত্রে দারুণ অভিনয় করে দর্শকের নজর কাড়েন বাপ্পি-মিম জুটি।

এরপর ২০১৭ সালে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে ফের জুটি বাঁধেন সফল এ জুটি। মনতাজুর রহমান আকবরের ওই ছবিতে তাদের বিয়াই-বিয়াইনের চরিত্রে দেখা যায়। দারুণ হিট করে চরিত্র দুটি। পাশাপাশি সেখানে বাপ্পির ভাই ও ভাবীর চরিত্রে অভিনয় করে ডিপজল এবং চিত্রনায়িকা মৌসুমীও বেশ প্রশংসিত হন। এর পাশাপাশি ‘দাঁগ হৃদয়ে’ ছবিতেও বাপ্পি-মিমকে একসঙ্গে দেখা যায়।

বাপ্পি ও অধরা খান

২০১৮ সালে ইস্পাহানি-আরিফ জাহান পরিচালিত ‘নায়ক’ ছবিটি দিয়ে রীতিমতো ঝড় তোলেন বাপ্পি ও নবাগত নায়িকা অধরা খান। এ ছবির গল্প, অভিনয়, গান, শুটিং লোকেশন, ক্যামেরার কারুকার্য সবই ছিল অন্য লেভেলের। সেখানে বাপ্পি যেমন তার ক্যারিয়ারের সেরা অভিনয়টা উপহার দেন, তেমনই অধরা খানও নতুন নায়িকা হিসেবে একেবারে চমকে দেন দর্শদের।

বাপ্পির ক্যারিয়ারের অন্যতম সেরা ছবি ‘নায়ক’। অন্তত এমনটাই মনে করেন দর্শক। এ ছবির সুবাদে অধরার সঙ্গে তার জুটিও দারুণ হিট হয়। যদিও দুর্ভাগ্যবশত এই হিট জুটিকে একসঙ্গে আর পর্দায় দেখা যায়নি। তবে দর্শকরা আশাবাদী, ‘নায়ক’-এর মতো সুন্দর গল্প এবং চরিত্র নিয়ে আবারও একসঙ্গে পর্দায় হাজির হবেন বাপ্পি-অধরা জুটি।

বাপ্পি ও অপু বিশ্বাস

এ জুটির ক্ষেত্রে প্রথম দিকে হিসাবটা একটু ভিন্ন ছিল। কারণ, বাপ্পি যখন চলচ্চিত্রে অভিষেক করেন, অপু বিশ্বাস তখন শাকিব খানের সঙ্গে ধারাবাহিক ছবি করে হিট নায়িকা। এমন একজন প্রতিষ্ঠিত নায়িকার সঙ্গে বাপ্পির জুটিটা কেমন হবে, তা নিয়ে সংশয়ে ছিলেন দর্শক। কিন্তু ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ মুক্তি পাওয়ার পর সব সংশয়ই দূর হয়ে যায়।

গত বছর মুক্তি পাওয়া দেবাশীষ বিশ্বাসের এই ছবিতে ফাটিয়ে অভিনয় করেছেন বাপ্পি-অপু। ছবি হিট, বাপ্পি-অপু জুটিও হিট। সুন্দর একটি গল্প যেমন ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’কে দিয়েছে ভিন্ন মাত্রা, তেমনই দর্শকপ্রিয়তা পেয়েছে ছবির গানগুলো। দর্শকের চাহিদা বাড়িয়ে দিয়েছেন এ জুটি। আবার কবে একসঙ্গে দেখা যাবে বাপ্পি-অপুকে, সেই অপেক্ষায় সবাই।

এদিকে, এই ঈদে মুক্তি পেয়েছে বাপ্পি অভিনীত নতুন একটি ছবি। নাম ‘শত্রু’। সমুন ধর পরিচালিত এই ছবিতে বাপ্পিকে প্রথমবার পুলিশের চরিত্রে দেখা গেছে। তার বিপরীতে নায়িকা জাহারা মিতু। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ছবিটি প্রেক্ষাগৃহে ভালোই চলছে। অর্থাৎ, বাপ্পির সঙ্গে আরও এক নায়িকার জুটি হিট হতে যাচ্ছে।

(ঢাকাটাইমস/২৫এপ্রিল/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা