অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব ইউছুব আলী
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২৬ এপ্রিল ২০২৩, ১৬:২০

সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব মো. ইউছুব আলী মোল্লা। বর্তমানে তিনি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এস্টেট অনুবিভাগ কর্মরত আছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়ে, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব মো. ইউছুব আলী মোল্লাকে সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৪৩(১)(ক) অনুযায়ী ২৯ এপ্রিল সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
ঢাকাটাইমস/২৬এপ্রিল/এসএস/ইএস

মন্তব্য করুন