ওরা অমর্ত্য সেনের বাড়ি ভাঙলে গিয়ে বসে পড়ব: মমতা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৭ এপ্রিল ২০২৩, ১৫:৫৬

শান্তিনিকেতনে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের বাড়ি বিতর্কে শুরু থেকেই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সরাসরি হুঁশিয়ার করেছেন তিনি।

অমর্ত্য সেনের বাড়ি-বিতর্কের শেষ দেখে ছাড়বেন বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নবান্নে বসে বুধবার মমতা বললেন, ‘অমর্ত্য সেনের বাড়ি ভাঙার চেষ্টা করে ওরা দেখুক। আমি গিয়ে ওখানে বসে পড়ব!’

নবান্নে সাংবাদিক বৈঠকে কালিয়াগঞ্জে থানায় হামলা প্রসঙ্গে কথা বলতে বলতে হঠাৎই উঠে আসে অমর্ত্যের প্রসঙ্গ। মমতা বলেন, ‘বিজপি বাংলায় হুলিগানিজম চালাচ্ছে। আর তার জন্য দিল্লি থেকে সম্পূর্ণ সমর্থন পাচ্ছে। ওরা দিল্লি, গুজরাট বা উত্তরপ্রদেশে কিছু হলে কিছু করে না। কিন্তু বাংলায় সাধারণ কিছু হলেও টিম পাঠায়।’

এসব বলার পরেই অমর্ত্য সেনের বাড়ির প্রসঙ্গ টেনে মমতা প্রশ্ন করেন, ‘অমর্ত্য সেনকে যখন প্রতিদিন আক্রমণ করা হয়, তখন তারা কোথায় থাকে?’

গত কয়েক মাস ধরেই বাংলার নোবেলজয়ী অর্থনীতিবিদের বাড়ি নিয়ে একের পর এক নোটিস এসেছে বিশ্বভারতীর তরফে। রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে গড়া এবং কেন্দ্রীয় সরকার নিয়ন্ত্রিত এই প্রতিষ্ঠান অমর্ত্য সেনের শান্তিনিকেতনের বাড়ি প্রতীচী থেকে তাকে চলে যেতে বলেছে। বেআইনি ভাবে জমি দখলের অভিযোগও এনেছে। সম্প্রতি ভারতরত্ন অমর্ত্যের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনেছেন বিজেপি নেতা অমিত মালব্যও। যাকে অমর্ত্যের ওপর নির্যাতন এবং দেশদ্রোহ বলে মামলাও দায়ের হয়েছে পুলিশে।

গত সপ্তাহে অমর্ত্য সেনকে বিশ্বভারতী থেকে পাঠানো চিঠিতে ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়ে বলা হয়, জমি খালি না করলে বলপ্রয়োগ করতে বাধ্য হবে বিশ্বভারতী। বুধবার নবান্নে এই নিয়েই সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী।

(ঢাকাটাইমস/২৭এপ্রিল/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :