নারায়ণগঞ্জে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ এপ্রিল ২০২৩, ১০:৩৭
অ- অ+

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবিতে নদীতে নিখোঁজ শিক্ষার্থী ওসানার (১২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পোড়াব এলাকার শীতলক্ষ্যা নদীর স্লুইস গেট ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এর আগে গত বুধবার সে নিখোঁজ হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব।

এর আগে এ ঘটনায় বাল্কহেডের চালকসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহত ওসানা সোনারগাঁ উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে। এ ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।

ইছাপুরা নৌ-পুলিশের পরিদর্শক মাহাবুব বলেন, জরুরি সেবা ৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের পাশাপাশি আমাদের উদ্ধারকারী দল অক্লান্ত পরিশ্রম করে শুক্রবার সকাল ৮টার দিকে পোড়াব এলাকার স্লুইচ গেট ঘাট থেকে ওসানার মরদেহ উদ্ধার করে। মরদেহটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮এপ্রিল/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা