ইউএনওর উদ্যোগে রাতে প্রবেশপত্র পেল নীলফামারীর সেই ১৫ পরীক্ষার্থী

প্রবেশপত্রের জন্য শনিবার সারাদিন অপেক্ষা করে না পেয়ে রাতে সড়ক অবরোধ করে নীলফামারীর টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী। পরে শনিবার (২৯ এপ্রিল) গভীর রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহারের উদ্যোগে তাদের বাড়িতে প্রবেশপত্র পৌঁছে দেয়া হয়। রবিবার সকালে তারা পরীক্ষায় বসেছে। তবে রেজিস্ট্রেশন না হওয়ায় এক শিক্ষার্থী প্রবেশপত্র পায়নি।
নজরুল ইসলাম নামে এক শিক্ষার্থীর অভিভাবক জানান, রাত ১টার দিকে কয়েকজন এসে প্রবেশপত্র পৌঁছে দেন। এর আগে ইউএনও আশ্বাস দিলে আমরা বাসায় চলে আসি। মেয়েকে বুঝিয়ে পড়তে বলি। সকালে তাকে পরীক্ষার হলে দিয়ে আসি।
শিল্পী আক্তার নামে আরেক অভিভাবক বলেন, মেয়ের জন্য খুব চিন্তায় ছিলাম। অনেকটা ভেঙে পড়েছিল সে। রাতে প্রবেশপত্র হাতে পেলে চিন্তামুক্ত হই।
স্থানীয় ইউপি সদস্য আবু তালেব জানান, রাতে ইউএনওর নির্দেশে আমরা কয়েকজনের বাড়িতে প্রবেশপত্র পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি।
এ বিষয়ে টুপামারী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদুর রহমান মাসুস জানান, রাতে প্রবেশপত্র ডাউনলোড করে শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে।
ছমিরউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সচিব মেসবাহুল হক জানান, টুপামারী স্কুলের ওই ১৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেসমিন নাহার বলেন, রাতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করলে সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তাদের আশ্বস্ত করি প্রবেশপত্র দেওয়ার। স্কুলের শিক্ষক, জেলা শিক্ষা কর্মকর্তাদের চেষ্টায় রাতেই তাদের কাছে প্রবেশপত্র পৌঁছে দেওয়া হয়।
(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এলএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্ত্রীকাণ্ডের পর আক্কেলপুর ইউএনও ওএসডি

বরিশালে বালুবাহী ট্রাকের চাপায় দুই শ্রমিকের মৃত্যু

রূপপুর যাচ্ছে ইউরেনিয়ামের প্রথম চালান

চাঁপাইনবাবগঞ্জে ৫ হাজার টাকার জন্য ছোটভাইকে কুপিয়ে খুন

রূপপুরে ইউরেনিয়াম পৌঁছাবে শুক্রবার: বন্ধ থাকবে পাবনা-ঢাকা বাস চলাচল

১৩ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

সিদ্ধিরগঞ্জে ভাগিনার মরদেহ দেখে মামার মৃত্যু

প্রধানমন্ত্রী জন্মদিনে গাজীপুরে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের দোয়া আয়োজন

ঈদে মিলাদুন্নবি উপলক্ষে কিশোরগঞ্জে ইফার দোয়া মাহফিল
