হবিগঞ্জে গাড়িচাপায় সিএনজিচালক নিহত

হবিগঞ্জের বাহুবলে গাড়িচাপায় এলাইছ মিয়া (৩৫) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন। রবিবার ভোর ৫টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বশিনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলাইছ মিয়া ওই উপজেলার বশিনা গ্রামের জালাল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, ভোরে উপজেলার মীরপুর এলাকায় গ্যারেজ থেকে সিএনজি অটোরিকশা বের করার জন্য বাড়ি থেকে বের হন তিনি। বশিনা বাসস্ট্যান্ডে গাড়ির জন্য অপেক্ষায় থাকা একটি গাড়ি চাপা দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্য হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম এ ঘটনা গণমাধ্যমকে নিশ্চিত করেন।

মন্তব্য করুন