গাইবান্ধায় অটোরিকশা-ভ্যানের সংঘর্ষে প্রাণ গেল শিশুর

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ মে ২০২৩, ১৭:১৯
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে অটোভ্যানের সংঘর্ষে সানাউল্লাহ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে পলাশবাড়ী-ঘোড়াঘাট সড়কে উপজেলার মেরিরহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মাওলানা বেলায়েত হোসেনের ছেলে। সে মেরিরহাট দা হলি কোরআন একাডমির প্লে গ্রুপের শিক্ষার্থী ছিল।

নিহতের চাচা হেলাল মিয়া জানান, দুপুর ১২টার দিকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে মেরিরহাট বাজার এলাকায় রাস্তা পার হচ্ছিল সানাউল্লাহ। এসময় ঘোড়াঘাট থেকে পলাশবাড়ীগামী দ্রুতগতির একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সানাউল্লাহ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা সানাউল্লাহকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কিছুক্ষণ পর সে মারা যায়। মরদেহ বর্তমানে নিজ বাড়িতে নেওয়া হয়েছে। বিক্ষুদ্ধ লোকজন চালকসহ অটোরিকশা ও অটোভ্যানটি আটক করেছে বলেও জানান তিনি।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

(ঢাকাটাইমস/০৮মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরাইলে আমগাছ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু 
আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ ব্লকের ঘোষণা এনসিপির
রাঙ্গাবালীতে কৃষক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার
আপিল বিভাগের অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত হলেন ৮৬ আইনজীবী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা