নেত্রকোনার পূর্বধলায় কৃষকের ধান কেটে দিল জেলা কৃষক লীগ

নেত্রকোণা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ মে ২০২৩, ১৬:২০| আপডেট : ১১ মে ২০২৩, ১৬:৩০
অ- অ+

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় কৃষক লীগের নির্দেশের পর পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের শালদিঘা গ্রামের কৃষক আকবর আলীর ক্ষেতের ধান কেটে দিলো নেত্রকোণা জেলা কৃষক লীগ।

পূর্বধলা উপজেলার সদর ইউনিয়ন কৃষক লীগ বৃহস্পতিবার সকালে এ ধান কাটা উৎসবের আয়োজন করে।

ধান কাটা উৎসবটি উপজেলা কৃষকলীগের সভাপতি আইয়ুব আলীর সভাপতিত্বে সদর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আব্দুস শহীদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব আবু তাহের, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান তারেক, যুগ্ম আহ্বায়ক মোতালেব হোসেন রানাসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা কৃষক লীগের আহ্বায়ক মো. আব্দুস শহীদ বলেন, ‘কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনার ও কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশে জেলা কৃষকলীগ বিএনপি-জামায়াত সন্ত্রাস মোকাবেলায় রাজপথে ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় কৃষকেরা মাঠে আছে ও থাকবে।’

(ঢাকাটাইমস/১১মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা