নেত্রকোনার কেন্দুয়ায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

নেত্রকোনার কেন্দুয়ায় ৮ বছর বয়সী ১ম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে হাবিবুল্লাহ মিয়া নামে এক বখাটের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা হয়েছে। শিশুটি স্থানীয় বিরমহরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণির শিক্ষার্থী।
বৃহস্পতিবার শিশুটির বাবা বাদী হয়ে এ মামলাটি করেন।
উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষক হাবিবুল্লাহ মিয়া ওই গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় শিশুটির মা হাবিবুল্লাহকে এনজিও থেকে টাকা উঠিয়ে দেয়ার জন্য হাবিবুল্লাহর কাছে তার বাড়িতে শিশুটিকে রেখে গন্ডা বাজারে যান। বাজার থেকে এসে দেখেন তার মেয়ে অসুস্থ এবং জামা কাপড় রক্তে ভেজা। শিশুটিকে তার মা জিজ্ঞাসা করলে সে বলে কাঠের ওপর শুয়াইয়া হাবিবুল্লাহ মিয়া তাকে ধর্ষণ করে। পরে তার মা ঘটনা আঁচ করতে পেরে কৌশলে তাকে আটক করে পুলিশকে খবর দেন।পরে এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্ত হাবিবুল্লাহকে প্রধান এবং একমাত্র আসামি করে এ মামলা করেন। এতে হাবিবুল্লাহর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে।
শিশুটির মা- বাবা জানান, আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
এ ব্যাপারে কেন্দুয়া থানার অফিসার ইন চার্জ আলী হোসেন পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং আসামী ধর্ষক হাবিবুল্লাহকে ২২ ধারার জন্য নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। অন্যদিকে ডাক্তারী পরীক্ষার জন্য শিশুটিকে নেত্রকোনায় সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
(ঢাকাটাইমস/১১মে/এআর)

মন্তব্য করুন