'মোখা' মোকাবেলায় সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী

সাভার (ঢাকা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ মে ২০২৩, ২২:৫৯
অ- অ+

ঘূর্ণিঝড় 'মোখা' মোকাবেলায় সরকারের পক্ষ থেকে সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে এবং এ বিষয়ে আগামীকাল শনিবার সকাল ১১টায় আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

শুক্রবার (১২ মে) বিকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আন্তর্জাতিক নার্সিং দিবস উপলক্ষে আয়োজিত এক শোভাযাত্রায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান প্রতিমন্ত্রী।

দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী সার্বক্ষণিক আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। তিনি এ ব্যাপারে খোঁজখবরও নিচ্ছেন এবং সর্বাত্মক প্রস্তুতি যেন থাকে সে ব্যাপারে আমাদের নির্দেশনা দিয়েছেন।’

ডা. এনাম বলেন, ‘এর যে পেরিফেরাল পার্ট রয়েছে তা প্রায় ৪০০ কিলোমিটার ব্যাস নিয়ে অগ্রসর হচ্ছে। এই পেরিফেরাল পার্টটা বাংলাদেশের সেন্টমার্টিন ও কক্সবাজারে আঘাত হানার আশঙ্কা আছে। সে লক্ষ্যে ইতোমধ্যে কক্সবাজারে ৫৭৩টি আশ্রয়ন কেন্দ্র খোলা হয়েছে এবং এই দুর্যোগের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা পেতে ৮৪০০ জন ভলেন্টিয়ারের পাশাপাশি কোস্টগার্ড সদস্যরা সেখানে সার্বক্ষণিক কাজ করছেন।’

প্রতিমন্ত্রী জানান, সমন্বিতভাবে ঘূর্ণিঝড় মোকাবেলা এবং উদ্ধার তৎপরতা নিশ্চিত করতে আগামীকাল শনিবার (১৩ মে) সকাল ১১টায় এ বিষয়ে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক ডাকা হয়েছে।

(ঢাকাটাইমস/১২মে/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা