রাজবাড়ীতে পদ্মার এক ইলিশ ১০ হাজারে বিক্রি

রাজবাড়ী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২৩, ১৭:৩১| আপডেট : ১৩ মে ২০২৩, ১৭:৪১
অ- অ+

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীর ২ কেজি ৫৮০ গ্রাম ওজনের এক ইলিশ বিক্রি হয়েছে ১০ হাজার টাকায়।

শনিবার সকাল ১০টার দিকে ফরিদপুর দেবীপুর চরের জেলে জাহাঙ্গীর হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো.শাহজাহান শেখ কিনে নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জেলে জাহাঙ্গীর হালদার তার সঙ্গীদের নিয়ে পদ্মায় মাছ ধরতে বের হলে তার জালে অনান্য মাছের সাথে বড় একটি ইলিশ মাছ জালে ধরা পড়ে।

তবে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ীরা জানান এখন প্রায়ই পদ্মায় আগের মত বড় বড় ঢাউস সাইজের ইলিশ মাছ ধরা পরছে। নদী অবৈধ কারেন্ট ও বেড় জাল না থাকলে প্রতিদিনই বড় বড় ইলিশ মাছ জেলেদের জালে ধরা পরত।

পরে মাছটি দৌলতদিয়ার ফেরিঘাট এলাকায় নিয়ে আসলে ৫ নং ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ি শাহজাহান শেখ মাছটি ৩ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ১০ হাজার টাকায় কিনে নেন। এর পর মুঠোফোনে দেশের বিভিন্ন জায়গায় যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর নিকট ৩ হাজার ৮৫০ টাকা কেজি দরে মোট ১০হাজার টাকায় মাছটি বিক্রি করে দেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, অনেকদিন পরে বড় এই ইলিশ মাছটি জেলেদের কাছ থেকে কিনেছি।বড় এই মাছটি পেয়ে আমার আজ খুবই ভালো লাগছে। মাছটি বিক্রি করে আমার কিছু টাকা লাভও হয়েছে।

(ঢাকাটাইমস/১৩মে/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বৈরাচার পুনর্বাসনের চেষ্টা চলছে: তারেক রহমান
ইডেন-জয়পুরের পর এবার দিল্লি স্টেডিয়াম উড়িয়ে দেয়ার হুমকি
নাসিরনগরে দুই গোত্রের সংঘর্ষে নিহত ১, আহত ১০
তুরস্কের তৈরি ৩০০-৪০০ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা