নিলামের আগেই এলপিএলে দল পেলেন সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মে ২০২৩, ১৫:১৫
অ- অ+

আসন্ন লঙ্কান প্রিমিয়ার লিগের(এলপিএল) নিলাম অনুষ্ঠিত হয়নি এখনও। কিন্তু এর মধ্যেই দল পেয়েও গেছেন বিশ্বসেরা অললাউন্ডার সাকিব আল হাসান। সরাসরি চুক্তিতে তাকে দলে ভিড়িয়েছে গল গ্ল্যাডিয়েটর্স। শ্রীলঙ্কান গণমাধ্যমগুলো সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করছে।

সাকিব ছাড়াও সরাসরি চুক্তিতে দল পেয়েছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ক্যান্ডি ফেলকন্সের হয়ে খেলবেন তিনি। এছাড়া প্রোটিয়া ব্যাটার ডেভিড মিলার জাফনা কিংসে পাকিস্তানি অধিনায়ক বাবর আজম কলম্বো স্ট্রাইকার্সে ও কুশল মেন্ডিস খেলবেন ডাম্বুলা আরোরার জার্সিগায়ে।

এদিকে সাকিব ছাড়াও লঙ্কান প্রিমিয়ার লিগ খেলার আগ্রহ প্রকাশ করেছে বেশকিছু বাংলাদেশি ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন- উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম, টাইগার ওপেনার লিটন কুমার দাস এবং আফিফ হোসেন।

উল্লেখ্য, আগামী মাসে অনুষ্ঠিত হবে এলপিএলের নিলাম। আর এবারের আসরের পর্দা উঠবে ৩০ জুলাই। ২০ আগস্ট ফাইনাল ম্যাচের মাধ্যমে শেষ হবে েএবারের আসর। (ঢাকাটাইমস/২৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা