লক্ষাধিক প্রতিষ্ঠানকে ইন্টারনেট সেবার আওতায় আনা হবে: পলক

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘বাংলাদেশে কর্মক্ষম প্রায় ৫ কোটি ছাত্র-ছাত্রী রয়েছে। আমাদের লক্ষ সেই কর্মক্ষম ছাত্র-ছাত্রীদের আইসিটি প্রশিক্ষণ দিয়ে কাজে লাগানো। তাদের আত্ম কর্মসংস্থাপনের ব্যবস্থা করা। আর এজন্য আগামী ৬ মাসের মধ্যে এক লাখ ৯ হাজার প্রতিষ্ঠানকে ইন্টারনেট ফাইবার অপটিক্যাল কেবলে সংযুক্ত করা হবে। যাতে ছেলে-মেয়েরা প্রশিক্ষণ নিয়ে তাদের আত্ম কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে।’
বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা পরিষদ হলরুমে বিভাগীয় বিপিও সামিট ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা।
অনুষ্ঠানের শুরুতেই বিপিও শিল্পের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ প্রসঙ্গে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কনট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) এর সাধারণ সম্পাদক তৌহিদ হোসেন।
এ সময় বক্তব্য দেন- বাক্কো এর সভাপতি ওয়াহিদ শরীফ, নাটোরের পুলিশ সুপার সাইফুর রহমান, সিংড়ার ইউএনও মাহমুদা খাতুন, নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের প্রেসিডেন্ট, ফাউন্ডর ও মেন্টর ইকবাল বাহার জাহিদ, বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরাম (বিআইজেএফ) এর সভাপতি নাজনীন নাহার প্রমুখ।
পলক বলেন, ‘বঙ্গবন্ধু মাটি ও মানুষের শক্তি নিয়েই সোনার বাংলা গড়তে চেয়েছিলেন। তার স্বপ্ন বাস্তবায়নের কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০০৮ সালে নির্বাচনে বিজয়ী হয়ে ডিজিটাল বাংলাদেশ রুপকল্প বাস্তবায়নে তরুণ প্রজন্মকে সম্পদে পরিণত করতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন। জননেত্রী শেখ হাসিনা দেশের জনগোষ্ঠীকে জন সম্পদে পরিণত করেছেন।’
অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা বলেন, ‘বঙ্গবন্ধু সোনার বাংলা গড়ার জন্য ১৯৭১ সালে একটি রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন। তারই কন্যা প্রধানমন্ত্রী একটি উন্নত দেশ গড়তে স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্নের বাস্তবায়ন ঘটাতে হবে। আর ২০৪১ সালে যে উন্নত দেশ হবে বাংলাদেশ। তার মূল চালিকা শক্তি আজকের তরুণ-তরুণীরা।’
(ঢাকাটাইমস/২৪মে/এসএ)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, নিষেধাজ্ঞা দিয়ে কোনো ফল হবে না: হানিফ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট আনসার হতে হবে: এনামুল হক শামীম

রাঙ্গাবালীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত

রাজবাড়ীতে শিশু হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়নদের হরিণাকুণ্ডু পৌরমেয়রের সংর্বধনা

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

সদরপুরে পদ্মার ভাঙনে দিশেহারা নদীপাড়ের মানুষ, স্থায়ীভাবে ভাঙন রোধের দাবি

জনবল ও সরঞ্জাম সংকটে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

রাজশাহীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
