ভোট সুষ্ঠু হলে যেকোনো ফলাফল মেনে নেবেন জায়েদা খাতুন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১০:৪৫| আপডেট : ২৫ মে ২০২৩, ১০:৪৮
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ভোট দিয়েছেন টেবিলঘড়ি প্রতীকে অংশ নেওয়া স্বতন্ত্র মেয়র প্রার্থী জায়েদা খাতুন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার পর মহানগরীর কানাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি। এ সময় তার ছেলে গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম সঙ্গে ছিলেন।

ভোট দিয়ে জায়েদা খাতুন বলেছেন, ‘এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ ভালো।’

সুষ্ঠু ভোট হলে তিনি নির্বাচনী ফলাফল যাই হোক তা মেনে নেবেন বলে জানান।

আরও পড়ুন>>ভোট দিলেন আজমত উল্লাহ, বললেন ‘জনগণ যাকে নির্বাচন করবে সেটাই মেনে নেব’

তবে বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন তিনি।

জায়েদা খাতুন প্রতিটি কেন্দ্রে ইভিএমের ধীরগতিতে অসন্তোষ প্রকাশ করেন। সঠিক সময়ের মধ্যে ভোটগ্রহণের জন্য নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান তিনি।

এর আগে সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) গাজীপুর সিটির ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

নির্বাচনে মেয়র প্রার্থীরা হলেন- অ্যাডভোকেট মো. আজমত উল্লাহ খান (আওয়ামী লীগ-নৌকা), এম এম নিয়াজ উদ্দিন (জাতীয় পার্টি-লাঙ্গল), জায়েদা খাতুন (স্বতন্ত্র-টেবিলঘড়ি), আতিকুল ইসলাম (গণফ্রন্ট-মাছ), গাজী আতাউর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ-হাতপাখা), মো. রাজু আহম্মেদ (জাকের পার্টি-গোলাপ ফুল), মো. হারুন-অর-রশীদ (স্বতন্ত্র-ঘোড়া) এবং সরকার শাহনুর ইসলাম (স্বতন্ত্র-হাতি)।

(ঢাকাটাইমস/২৫মে/এলএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা