বিএসএমএমইউয়ে বিশ্ব থাইরয়েড দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৫ মে ২০২৩, ১৮:১২| আপডেট : ২৫ মে ২০২৩, ১৮:২৫
অ- অ+

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব থাইরয়েড দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিএসএমএমইউয়ে সচেতনতামূলক শোভাযাত্রা বের করা হয়।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিলন হলে বৈজ্ঞানিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আয়োজনে ছিল থাইরয়েড টাস্কফোর্স, বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটি।

বিএসএমএমইউর উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে দুপুর ১২টার দিকে স্বাগত বক্তব্য রাখার মাধ্যমে বৈজ্ঞানিক সম্মেলনের কার্যক্রম উদ্বোধন করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন থাইরয়েড টাস্কফোর্স বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির সাধারণ সম্পাদক ও কো-অর্ডিনেটর ডা. শাহজাদা সেলিম। পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক এস এম মহিউদ্দিন প্রথম বক্তা হিসেবে বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশের থাইরয়েড রোগের নানা গুরুত্বপূর্ণ তথ্য এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা সকলের সামনে ব্যক্ত করেন।

এরপর অনুষ্ঠানে দ্বিতীয় বক্তা হিসেবে বিএসএমএমইউর এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক মারুফা মুস্তারি এবং মেম্বার সেক্রেটারি বিইএস তিনি বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি কর্তৃক গর্ভাবস্থায় ডায়াবেটিস রোগ ব্যবস্থাপনা বিষয়ক গাইডলাইন এর নানা গুরুত্বপূর্ণ বিষয় ব্যাখ্যা করেন।

অনুষ্ঠানে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে ছিলেন বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. আবুল কালাম আজাদ, ইউনাইটেড হসপিটাল লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট, এবং ইলেক ইলেক্ট বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটি সভাপতি অধ্যাপক মো. হাফিজুর রহমান, বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক মো. ফিরোজ আমিন, বিএসএমএমইউর গাইনি এন্ড অবস বিভাগের অধ্যাপক ডা. রেজাউল করিম কাজল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের নন কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোলের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমীন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক ফৌজিয়া মোসলেম।

সভায় উপস্থিত প্যানেল অব এক্সপার্টরা চিকিৎসকদের নানা ধরনের প্রশ্ন-উত্তর পর্বে অংশ নেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন বাংলাদেশ অ্যান্ডোক্রাইন সোসাইটির সহ-সভাপতি এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফারিয়া আফসানা।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ অ্যান্ড্রোক্রাইন সোসাইটির সভাপতি অধ্যাপক এস এম আশরাফুজ্জামান, যিনি এন্ডোক্রাইনোলজি বিভাগের অধ্যাপক, ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল এবং রিসার্চ ইনস্টিটিউট এ কর্মরত আছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ন্যাশনাল হেলথ কেয়ার নেটওয়ার্কের কনসালটেন্ট (মেডিসিন এবং ইন্ডোক্রিনোলজি) ডা. ফারহানা আফরোজ।

ঢাকাটাইমস/২৫মে/এএ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা