ভুয়া চিকিৎসককে লাখ টাকা জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১১:২০
অ- অ+

গাইবান্ধার পলাশবাড়ীতে দন্ত চিকিৎসক পরিচয়ে প্রতারণার দায়ে মো. মেহেদী হাসান নামের এক ভুয়া ডাক্তারকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান।

ভুয়া দন্ত চিকিৎসক মেহেদী হাসান পলাশবাড়ী উপজেলার চৌমাথা এলাকার সায়েদ মিয়া ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ভুয়া পদবি ব্যবহার করে দীর্ঘদিন ধরে দন্ত চিকিৎসক পরিচয় দিয়ে আসছিলেন মেহেদী হাসান। তিনি পলাশবাড়ী পৌর শহরের চৌমাথায় অবস্থিত ডেন্টাল কেয়ার পয়েন্টে নিয়মিত রোগী দেখতেন।

বিষয়টি জানার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুজ্জামান দুপুরে ডেন্টাল কেয়ার পয়েন্টে অভিযান চালান। এসময় মেহেদী হাসান প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হন। পরে মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ২ ধারা অবমাননার দায়ে এক লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার মো. মাহাবুব আলম।

আরও পড়ুন: ইজিবাইক চাপায় প্রাণ গেল চার বছরের শিশুর

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মেহেদী হাসান দীর্ঘদিন থেকে ভুয়া সনদ ব্যবহার করে জনগণকে ভুল চিকিৎসা দিয়ে আসছিলেন। যা অপরাধ। তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৮মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নিহত ঢাবি শিক্ষার্থী সাম্যকে নিয়ে যা জানা গেল
বহুল প্রত্যাশিত কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধান উপদেষ্টা
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা