এশিয়া কাপ

সবার অংশগ্রহণ নিশ্চিত করার দায়িত্ব এসিসির: ইনজামাম

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৩, ১৯:৩৫| আপডেট : ২৮ মে ২০২৩, ১৯:৩৯
অ- অ+

দেখতে দেখতে এশিয়া কাপের সময় গড়িয়ে আসছে। কিন্তু্ এখনও সব দলের অংশগ্রহণ নিশ্চিত হয়নি। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক মনে করেন, এশিয়া কাপে সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) দায়িত্ব।

ইনজামাম বলেন, এশিয়া কাপ খেলতে ভারতীয় দল পাকিস্তানে না এলে আগামী ওয়ানডে বিশ্বকাপে কোহলি-রোহিতদের দেশে যাওয়া উচিত নয় বাবর-রিজওয়ানদের।

রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতির প্রভাব পড়েছে ভারত-পাকিস্তান ক্রিকেটে। পাকিস্তানের মাটিতে পরবর্তী এশিয়া এখনও অনিশ্চিত। পাকিস্তানের মাটিতে খেলতে যাবে না ভারত। এ অবস্থায় এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা জেগেছে।

এশিয়া কাপে সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করা এসিসির দায়িত্ব বলে জানান ইনজামাম। এক অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিকদের ইনজামাম বলেন, ‘যেখানেই খেলা হোক, সেখানেই দলগুলোর গিয়ে খেলা উচিত। এটি সকল দেশের টুর্নামেন্ট, শুধুমাত্র পাকিস্তানের জন্য নয়। এশিয়া কাপে সকল দেশের অংশগ্রহণ নিশ্চিত করা এসিসির দায়িত্ব। এটি আইসিসির জন্যও একইরকম, যেখানেই তাদের ইভেন্ট অনুষ্ঠিত হবে সেখানে সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’

(ঢাকাটাইমস/২৮মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বেনাপোল সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় দুজন আটক
সচিবালয় ও যমুনার আশপাশে সভা-সমাবেশে  নিষেধাজ্ঞা
জেডআরএফ’র ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক অধ্যাপক মোর্শেদ
শ্রীপুরে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা