নোয়াখালীতে গুলিবিদ্ধ আহত আ.লীগ নেতার মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ মে ২০২৩, ১০:২৭| আপডেট : ৩০ মে ২০২৩, ১১:২৯
অ- অ+

নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে আহত সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. দুলাল মেম্বার (৪৭) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। চার দিন চিকিৎসাধীন থাকার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

সোমবার রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন আন্ডারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন।

নিহত দুলাল মেম্বার আন্ডারচর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের নূর ইসলামের ছেলে।

এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার মোটরসাইকেল চালকসহ দুজনকে পুলিশ আটক করেছে বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

জানা গেছে, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় চেয়ারম্যান জসিম উদ্দিনের বাড়িতে জায়গাজমি নিয়ে একটি সালিশ বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে বাড়ি ফিরে যাচ্ছিলেন দুলাল মেম্বার, হাসান ও তাদের মোটরসাইকেল চালক।

তাদের মোটরসাইকেলটি আন্ডারচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাংলা বাজার এলাকার মোড়ে পৌঁছলে প্রথমে কয়েকজন দুর্বৃত্ত চলন্ত মোটরসাইকেলে হামলা চালিয়ে তিনজনকে সড়কের ওপর ফেলে দেয়। পরে হামলাকারীরা দুলাল মেম্বারকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।

এসময় মোটরসাইকেলের নিচে পড়ে হাসান আহত হন। পরে স্থানীয় লোকজন পিঠে ও হাতে গুলিবিদ্ধ অবস্থায় দুলাল মেম্বারকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও অবস্থার অবনতি হলে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে।

চেয়ারম্যান জসিম উদ্দিন বলেন, গুলিবিদ্ধ হওয়ার পর রাতেই আমরা দুলাল মেম্বারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যাই। ওই হাসপাতালে ৪ দিন চিকিৎসা নেওয়ার পর সোমবার রাত ১১টার দিকে তিনি মারা যান। মঙ্গলবার দুপুরের তার মরদেহ নোয়াখালীতে আসবে।

আরও পড়ুন: বাড়িতে উঠে গেল ট্রাক, ঘুমন্ত মা-মেয়ের মৃত্যু

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, দুলাল মেম্বারের ওপর হামলার ঘটনায় তার মা নুরুন নেছা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। ওই মামলাটি এখন হত্যা মামলা হিসেবে নেওয়া হবে। মামলার তদন্ত স্বার্থে আটককৃতদের নাম-পরিচয় গোপন রাখা হয়েছে, পরবর্তীতে বিস্তারিত জানানো হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

(ঢাকাটাইমস/৩০ মে/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা