বরিশাল সিটিতে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই, দাবি মেয়র প্রার্থীদের

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) নির্বাচনে ভোটের মাঠে লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে দাবি করেছেন জাতীয় পার্টিসহ অন্যান্য দলের মেয়র প্রার্থীরা। তাদের অভিযোগ- ভোটের মাঠে ভীত-সন্ত্রস্ত পরিবেশ তৈরির চেষ্টা করা হচ্ছে।
শনিবার নগরের বিভিন্ন এলাকায় পৃথক গণসংযোগে এসব মন্তব্য করেন তারা।
জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তবে লেভেল প্লেয়িং ফিল্ড এখনও নিশ্চিত হয়নি। আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তারা বিভিন্নভাবে ভীত-সন্ত্রস্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন।
ছাত্রলীগের বিশেষ নেতা এখানে এসে নৌকার লোগো লাগিয়ে ঘুরে বেড়িয়েছে। ওই নেতা সারা বরিশালের বিভিন্ন জেলা থেকে লোক এনে একটা ভীত-সন্ত্রস্ত পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্য হলো জনগণ যেন ভোটকেন্দ্রে না যান। তাই ইসির কাছে অনুরোধ জানাচ্ছি, তারা যেন এখানে লেভেল প্লেয়িং ফিল্ডটা নিশ্চিত করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, মনে হচ্ছে ধীরে ধীরে লেভেল প্লেয়িং ফিল্ড নষ্ট হওয়ার দিকেই যাচ্ছে। যেমন আমাদের কিছু লোককে হয়রানি করার খবর এসেছে। এরপর টুপি-দাড়ি দেখে আমাদের লোকজনকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বাড়ি, আসছেন কেন? অথচ নির্বাচন আচরণবিধির মধ্যে কোথাও লেখা নেই এই শহরের বাইরের কেউ ভোট চাইতে পারবে না, আসতে পারবে না। আশেপাশের কিছু লোক তো আসতেই পারে এবং সব প্রার্থীর নির্বাচনি প্রচারণার জন্যই তারা আসেন।
আমি মনে করি নির্বাচন আচরণবিধির মধ্যে যা আছে, সেই দিকে প্রশাসনের লক্ষ্য করা উচিৎ। এর বাইরে অতি উৎসাহিত হয়ে অন্য কিছু না করাই ভালো। নির্বাচনের বিধি ছাড়া যদি আমি কোনো কাজ করি তাহলে বলবে। কিন্তু বিধির মধ্যে কাজ হলে অতি উৎসাহী হয়ে আমাদের বাধা দেওয়ার কোনো আইনগত ভিত্তি নেই। আমি প্রশাসনের কাছে দাবি করবো, বরিশালের নির্বাচনের দিকে গোটা দুনিয়া তাকিয়ে আছে।
তিনি আরও বলেন, যার মাধ্যমে বরিশালের সব দিকের উন্নয়ন হবে সেইরকম একজন প্রার্থীকে ভোটাররা যাতে ভোট দিয়ে নির্বাচিত করেন, সেই দাবি আমি জানাই। আমি যথেষ্ট সাড়া পাচ্ছি। ভোটাররা ভোট দেওয়ার প্রস্তুতিও নিয়ে ফেলছে। সুষ্ঠু ভোট হলে হাতপাখা বিজয় অর্জন করবে।
জাকের পার্টির প্রার্থী মিজানুর রহমান বাচ্চুও বলেন, যদি সুষ্ঠু নির্বাচন হয় ও কমিশন যদি সঠিকভাবে ভোট নিতে পারে তাহলে আমি বিজয়ের আশা রাখি।
এদিকে এখন পর্যন্ত অস্বাভাবিক কিছু দেখছেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)।
এদিকে নির্বাচনে প্রচারণায় স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ছাত্রদল নেতা কামরুল আহসান রুপনের তিন কর্মীকে আটকের অভিযোগ উঠেছে। রুপন বলেন, বিষয়টি নিশ্চিত হয়ে পুলিশের কাছে গেলেও তারা সঠিকভাবে কিছু বলছে না। আবার বিকেল সাড়ে ৪টায় আদালতে গিয়ে জানতে পারলাম মো. রমজান, মো. মোনায়েম খান, সৈয়দ রফিকুল ইসলাম মন্টু নামে আমার তিন কর্মীকে এয়ারপোর্ট থানা পুলিশ বিনা কারণে গ্রেপ্তার করেছে। কিন্তু তাদের এখনও আদালতে নেয়নি।
আরও পড়ুন: তাস খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
এয়ারপোর্ট থানা পুলিশ সূত্রে জানা গেছে, বরিশাল মেট্রোপলিটনের কাউনিয়া ও কোতোয়ালি থানা পুলিশ শুক্রবার (২ জুন) রাত থেকে শনিবার (৩ জুন) সকাল পর্যন্ত সন্দেহজনক কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়েও দেওয়া হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল।
(ঢাকাটাইমস/০৪জুন/এসএম)
সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে গৃহবধূর মাদরাসায় অবস্থান

কেশবপুরে দূর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা

ফরিদপুরে যাত্রীবাহী বাস থেকে গাঁজা ও মদসহ যুবক গ্রেপ্তার

ঝিনাইদহে নার্সদের ইন্টার্ন ভাতার দাবিতে কর্মবিরতি

‘একতরফা নির্বাচন করলে শুধু বাংলাদেশ নয়, বিদেশেও আশ্রয় পাবেন না’

যশোর শিক্ষা বোর্ডের অডিট অফিসারের বিরুদ্ধে লিখিত অভিযোগ

নতুন প্রজন্মকে ইনোভেটিব ও স্মার্ট হতে হবে: জুনাইদ আহমেদ পলক

দেবিদ্বারে ট্রাফিক পুলিশের চাঁদাবাজির প্রতিবাদে সিএনজি চালকদের বিক্ষোভ

সাতক্ষীরায় ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার
