তাস খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ০৮:৩৭
অ- অ+

মাদারীপুরের রাজৈরে তাস খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের রাজৈর ও ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী এলাকায় তাস খেলা নিয়ে আকুবালী মুন্সী ও টোকন কাজীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মারাত্মক আহত শামীম তালুকদার (২২), মজিবর তালুকদার (৬২), ছামেদ তালুকদার (৫৫) বেল্লাল (৩৫), মিন্টু (৩০) হান্নান (৪৫) কিবরিয়াকে (৫০) রাজৈর এবং চানমিয়া ও মাসুদকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ‌র্তি করা হয়েছে।

আরও পড়ুন: ফেনীতে শিয়ালের মাংস জব্দ, একজনকে ৫ হাজার টাকা জরিমানা

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । তারপ‌রও ওই এলাকায় পু‌লিশ মোতায়ন রাখা হ‌য়ে‌ছে।

(ঢাকাটাইমস/০৪জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা