তাস খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫
মাদারীপুরের রাজৈরে তাস খেলাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী এলাকায় এ ঘটনা ঘটে । আহতদের রাজৈর ও ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার দুপুরে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের শ্রীফলতলী এলাকায় তাস খেলা নিয়ে আকুবালী মুন্সী ও টোকন কাজীর মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।
এ ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সংঘর্ষে দুপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মারাত্মক আহত শামীম তালুকদার (২২), মজিবর তালুকদার (৬২), ছামেদ তালুকদার (৫৫) বেল্লাল (৩৫), মিন্টু (৩০) হান্নান (৪৫) কিবরিয়াকে (৫০) রাজৈর এবং চানমিয়া ও মাসুদকে ভাংগা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: ফেনীতে শিয়ালের মাংস জব্দ, একজনকে ৫ হাজার টাকা জরিমানা
রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় । তারপরও ওই এলাকায় পুলিশ মোতায়ন রাখা হয়েছে।
(ঢাকাটাইমস/০৪জুন/এসএম)