ফেনীতে শিয়ালের মাংস জব্দ, একজনকে ৫ হাজার টাকা জরিমানা

ফেনী প্রতিনিধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ০৮:২৩

ফেনীতে বন্যপ্রাণি শিয়ালের মাংস বিক্রির দায়ে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

শনিবার দুপুরের দিকে ফেনী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিখন বনিকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মো. শিপন (৩০)।

তিনি খুলনার বাগেরহাট উপজেলার মোরেলগঞ্জের আবুল হোসেনের ছেলে। শিপন দীর্ঘদিন ফেনী পৌরসভার সুলতানপুরে বসবাস করে আসছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী সদর উপজেলা পরিষদের সামনে সবজি বাজারে অভিযান চালানো হয়। এ সময় ৪-৫ কেজি শিয়ালের মাংসসহ শিপনকে আটক করা হয়। পরে তাকে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩৯ ধারায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় আসবে না চ্যালেঞ্জ শামীম ওসমানের

ভ্রাম্যমাণ আদালতের বিচারক লিখন বনিক জানান, শিয়ালের মাংস বিক্রিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করে জব্দকৃত মাংসগুলো কেরোসিন দিয়ে মাটিতে পুতে দেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/০৪জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :