হজ পালনে সৌদি পৌঁছেছেন ৫০ হাজার, আরও এক হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ জুন ২০২৩, ০৯:২৪ | প্রকাশিত : ০৪ জুন ২০২৩, ০৯:১৯
ফাইল ফটো

পবিত্র হজ পালনের জন্য এ পর্যন্ত ৫০ হাজার ১৪ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৯ হাজার ৮৯ জন এবং বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রী ৪০ হাজার ৯২৫ জন।

শনিবার রাত ২টা ৫৯ মিনিটে হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে আরও জানানো হয়, গতকাল পর্যন্ত ভিসা পেয়েছেন ৭৮ হাজার ৩২১জন, যার মধ্যে সরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ১২ শতাংশ এবং বেসরকারি ব‍্যবস্থাপনার হজযাত্রী ৮৮ শতাংশ।

এদিদেক সৌদি আরবে গতকাল আলী হোসেন নামে একজন হজযাত্রী মারা গেছেন। তার পাসপোর্ট নম্বর এ০৭১৫৩৭৩৭।

আরও পড়ুন>>আরও তীব্র হচ্ছে বিদ্যুৎ ভোগান্তি

সৌদি আরবে সর্বমোট ইন্তেকাল করেছেন ৪ জন হজযাত্রী। তাদের মধ্যে পুরুষ ৩ জন ও মহিলা ১ জন। তার সবাই মক্কায় মারা গেছেন।

গতকাল রাত ১০টায় বাংলাদেশ হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) এবং প্রশাসনিক দলের দলনেতা মো. মতিউল ইসলামের সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় অন্যান্যের মধ্যে কাউন্সিলর (হজ) মো. জহিরুল ইসলাম, প্রশাসনিক দলের সদস্যরা, চিকিৎসক এবং আইটি দলের দলনেতাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ২১ মে হজ ফ্লাইট শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ২২ জুন।

হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শুরু হবে ২ জুলাই এবং শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।

চাঁদ দেখা সাপেক্ষে ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

(ঢাকাটাইমস/০৪জুন/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :