চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লি বিদ্যুতের কর্মী নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ২১:২১
অ- অ+

চুয়াডাঙ্গায় কর্মরত মেহেরপুর পল্লী বিদ্যতের মিটার রিডার কাম মেসেঞ্জার শ্রী জয়ন্ত কুমার দাস (৫৬) নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন তিনি। আজ সোমবার বেলা সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের আলুকদিয়ার জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে ঘটে এ ঘটনা। নিহত শ্রী জয়ন্ত কুমার দাস বাগেরহাট সদর উপজেলার কুমড়ি রাখালগাদি গ্রামের স্বর্গীয় শ্রীধাম কৃঞ্চ দাসের ছেলে।

মেহেরপুর পল্লী বিদ্যুতের চুয়াডাঙ্গায় কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, সোমবার বিকেলে অফিসের গেটের সামনে এনামুলের চায়ের দোকানে চা পান করে গ্রাহকের বিলের কাগজ পৌছে দিতে জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে যায়। রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাওয়া একটি দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই শ্রী জয়ন্ত কুমার দাসের মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লাগায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রী জয়ন্ত কুমার দাসের মরদেহ সদর হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

আহসান আলম, চুয়াডাঙ্গা

০১৭১২৫৪০৩৮৯

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগকে নিষিদ্ধের দাবিতে যমুনার সামনে রাতভর অবস্থানের পর সকালেও বিক্ষোভ
এলাকাবাসীর বিক্ষোভ-অবস্থানের মধ্যে অভিযানের সাড়ে ছয় ঘণ্টা পর গ্রেপ্তার সাবেক মেয়র আইভী
মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না, মির্জা ফখরুলের হুঁশিয়ারি 
জম্মু-কাশ্মীরে হামলার ভারতীয় প্রতিবেদন ‘ভুয়া এবং মিথ্যা’: পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা