চুয়াডাঙ্গায় মাইক্রোবাসের ধাক্কায় পল্লি বিদ্যুতের কর্মী নিহত

চুয়াডাঙ্গায় কর্মরত মেহেরপুর পল্লী বিদ্যতের মিটার রিডার কাম মেসেঞ্জার শ্রী জয়ন্ত কুমার দাস (৫৬) নিহত হয়েছে। রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির মাইক্রোবাসের ধাক্কায় নিহত হন তিনি। আজ সোমবার বেলা সাড়ে ৫ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের আলুকদিয়ার জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে ঘটে এ ঘটনা। নিহত শ্রী জয়ন্ত কুমার দাস বাগেরহাট সদর উপজেলার কুমড়ি রাখালগাদি গ্রামের স্বর্গীয় শ্রীধাম কৃঞ্চ দাসের ছেলে।
মেহেরপুর পল্লী বিদ্যুতের চুয়াডাঙ্গায় কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার বেলাল হোসেন জানান, সোমবার বিকেলে অফিসের গেটের সামনে এনামুলের চায়ের দোকানে চা পান করে গ্রাহকের বিলের কাগজ পৌছে দিতে জ্যোতি ফ্লাওয়ার মিলের সামনে যায়। রাস্তা পার হওয়ার সময় মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাওয়া একটি দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, হাসপাতালে নেয়ার আগেই শ্রী জয়ন্ত কুমার দাসের মৃত্যু হয়েছে। তার মাথায় গুরুতর আঘাত লাগায় এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারনে তার মৃত্যু হয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শ্রী জয়ন্ত কুমার দাসের মরদেহ সদর হাসপাতালের লাশ ঘরে রাখা হয়েছে। আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।
আহসান আলম, চুয়াডাঙ্গা
০১৭১২৫৪০৩৮৯সংবাদটি শেয়ার করুন
বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
বাংলাদেশ এর সর্বশেষ

শুকনো মরিচের আমদানি বেড়েছে তিন গুণ

শীতলক্ষ্যায় ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

কাউখালীতে শ্রেণিকক্ষে ক্লাস নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

সৎচাচার হাতে ভাতিজার হাত-পায়ের রগ কর্তন, সন্ত্রাসীদের বিচার দাবি

ঝিনাইদহে শিক্ষক কর্মচারীর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রেস ক্লাবে বিপ্লব সভাপতি ও সোহেল সাধারণ সম্পাদক নির্বাচিত

স্বামীর সঙ্গে ঝগড়ার পর সন্তানসহ বিষপান নারীর, মা বেঁচে গেলেও তিন শিশুর মৃত্যু

বাবুগঞ্জে ইয়াবাসহ দুজন আটক

ব্রহ্মপুত্র নদের ভাঙন ঝুঁকিতে গুরুত্বপূর্ণ পাগলার বাজার
