বিএনপির বিষদাঁত ভেঙে দিতে হবে: নানক

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৫ জুন ২০২৩, ২২:২৯

বিএনপির ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির বিষদাঁত ভেঙে দিতে হবে।

সোমবার বিকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে ঢাকা মহানগর উত্তর যুবলীগের অন্তর্গত ঢাকা-১৩ সংসদীয় আসনের ১০৪ টি ইউনিটের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নানক বলেন, যারা হাওয়া ভবন সরকার গঠন করেছিল তারাই এখন বলে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেবে। এই দেশকে নিয়ে যারা (বিএনপি) ষড়যন্ত্র করছে তাদের মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।

বেগম খালেদা জিয়াকে মুর্খ উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, গণতন্ত্রের পথে ফিরে না এলে বাংলাদেশে বিএনপির রাজনৈতিক কবর রচিত হবে।

ঢাকাটাইমস/০৫জুন/আরকেএইচ

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :