ভারতে থেকেই রাজনীতিতে সক্রিয় বিএনপি নেতা সালাহউদ্দিন, দেশে ফিরতে ট্রাভেল পাসের অপেক্ষা

অনুপ্রবেশের অভিযোগে ভারতে আটক হয়ে সাজা খাটার পর মুক্ত হলেও এখনো ভারতে অবস্থান করছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। ২০১৫ সাল থেকে ভারতে রয়েছেন তিনি। দেশে না থাকলেও দলে তার ‘জাতীয় স্থায়ী কমিটির সদস্য’ পদ বহাল রয়েছে। এমনকি তিনি ভারতে থেকেই রাজনীতিতে সক্রিয় আছেন বলে জানিয়েছেন। বর্তমানে দেশে ফেরার চেষ্টা করছেন বলে জানা গেছে।
২০১৫ সালের ১০ মার্চ ঢাকায় হঠাৎ নিখোঁজ হন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ। এরপর ওই বছরের ১১ মে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে অস্ত্রধারী ব্যক্তিরা তাকে চোখ বেঁধে এবং হ্যান্ডকাফ পরিয়ে তুলে নিয়ে যায় বলে সালাহউদ্দিন জানান। এর পর প্রায় ৬১ দিন গোপন জায়গায় তাকে আটকে রাখা হয়।
আরও পড়ুন>>ঢাকা-১৭: যে কারণে কাদের খানকে বেছে নিতে পারে আওয়ামী লীগ
আরও পড়ুন>>ভিসানীতি ও স্যাংশন আমাদের জন্য লজ্জার: মির্জা ফখরুল
আরও পড়ুন>>বিএনপির বিষদাঁত ভেঙে দিতে হবে: নানক
ডয়চে ভেলেকে তিনি বলেছেন, ২০১৫ সালের ১০ মে দুপুরের দিকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে চোখ বাঁধা এবং হ্যান্ডকাফ পরা অবস্থায় একটি গাড়িতে করে নিয়ে রওয়ানা দেয়। আইনশৃঙ্খলা বাহিনী তাকে শিলংয়ে রেখে এসেছিল বলে দাবি করেছেন তিনি।
সম্প্রতি মেঘালয়ের আদালত সালাহউদ্দিনকে অনুপ্রবেশের মামলা থেকে বেকসুর খালাস করে দিয়েছে। তিনি গুয়াহাটিতে সহকারী হাইকমিশন অফিসে গত ৮ মে আনুষ্ঠানিকভাবে ট্রাভেল ডকুমেন্ট বা ট্রাভেল পাসের জন্য আবেদন করেছেন। যদিও এখন পর্যন্ত কোনো সাড়া পাননি।
যেকোনো পরিস্থিতিতেই বাংলাদেশে ফিরে আসতে চান সালাহউদ্দিন।
এদিকে ভারতে অবস্থান করলেও বিএনপির রাজনীতিতে সক্রিয় রয়েছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি দলটির স্থায়ী কমিটির বৈঠকে অংশ নিচ্ছেন। দেশে ফিরেও রাজনীতি অব্যাহত রাখার কথাও বলেছেন কক্সবাজার-১ আসনের সাবেক এই সংসদ সদস্য।
(ঢাকাটাইমস/০৬জুন/এফএ)
সংবাদটি শেয়ার করুন
রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত
রাজনীতি এর সর্বশেষ

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে গণঅধিকার পরিষদের বিক্ষোভ

জামায়াতেরও রাজনীতি করার অধিকার আছে: নুর

বিএনপি যে হাতে বোমা মারবে সে হাত ভেঙে দেওয়া হবে: নানক

বাংলাদেশে সুষ্ঠু ভোটে বাধা: ভিসায় বিধি–নিষেধের ব্যবস্থা শুরু যুক্তরাষ্ট্রের

রাজপথে ভোটডাকাত সরকারকে প্রতিরোধ করতে হবে: টুকু

আ.লীগ সরকারের ক্ষমতা তছনছ হয়ে যাবে: মির্জা আব্বাস

আ.লীগ সরকার দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে: কর্নেল অলি

সরকারের আয়ু আর ৩০ দিন: সমমনা জোট

রাস্তায় নেমেছি, শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হবে না: মির্জা ফখরুল
