সালথায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি: ৫০ হাজার টাকা জরিমানা

সালথা-নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ০৮:০৯

ফরিদপুরের সালথায় ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রির অভিযোগে কামরুল ইসলাম নামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকালে উপজেলার রামকান্তুপুর ইউনিয়নের শৌলডুবি এলাকায় মাটি কাটার সময় তাকে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী।

বিভিন্ন এলাকার স্থানীয়রা অভিযোগ করে জানান, প্রতিটি ইউনিয়নে তিন ফসলি জমির উর্বর মাটি ভেকু (খনন যন্ত্র) দিয়ে কেটে ইটভাটাসহ বিভিন্ন এলাকায় বিক্রি করছে মাটি ব্যবসায়ীরা। এতে পুরো এলাকার ফসলি জমি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফসলি জমিগুলো ক্রমেই পুকুরে পরিণত হচ্ছে। এদিকে অবৈধ ট্রলি গাড়িতে করে এসব মাটি নেওয়া-আনার কোটি কোটি টাকার সড়কও নষ্ট হচ্ছে।

স্থানীয়দের দাবি, প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখলে রক্ষা পাবে ফসলি জমি।

আরও পড়ুন: বিছানায় শিশুর নিথর দেহ, ফ্যানে ঝুলছিল মায়ের লাশ

উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. সালাহউদ্দিন আইয়ুবী বলেন, জমি থেকে মাটি কেটে বিক্রি করার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালানো হয়। এ সময় একজন ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফসলি জমি রক্ষায় এ ধরণের অভিযান চলমান থাকবে।

(ঢাকাটাইমস/০৯জুন/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :