বিছানায় শিশুর নিথর দেহ, ফ্যানে ঝুলছিল মায়ের লাশ

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ জুন ২০২৩, ১৫:৫৮
অ- অ+

কুমিল্লার বুড়িচংয়ে চার বছরের শিশু কন্যাসহ এক মায়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির নিথর দেহ বিছানা থেকে আর মায়ের লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে উপজেলার গোপীনাথপুর গ্রামের নিজ ঘর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- উপজেলার গোপীনাথপুর গ্রামের সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের স্ত্রী জান্নাত আক্তার (২৪) ও তাদের মেয়ে হাজেরা আক্তার (৪)।

স্থানীয় ইউপি সদস্য আবদুল হক জানান, ৫ বছর আগে সিঙ্গাপুর প্রবাসী আবুল কালামের সঙ্গে একই উপজেলার জান্নাত আক্তারের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। গত ৫ মাস আগে আবুল কালাম ছুটি শেষ করে সিঙ্গাপুর ফিরে যায়।

আরও পড়ুন: দেশের শ্রেষ্ঠ সিটি হবে খুলনা, জাপা মেয়র প্রার্থী মধুর ২২ দফা ইশতেহার

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, দুটি মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা ও একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে।

(ঢাকাটাইমস/০৮জুন/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রূপগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
রূপগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, গুলিতে অটোরিকশা চালক নিহত, আহত ৩০
মৌলভীবাজারে দুর্বৃত্তদের সন্ত্রাসী হামলায় সাংবাদিক আহত
মহেশখালীতে দেশীয় আগ্নেয়াস্ত্র ও তাজা গুলি উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা