২১ হলে মুক্তি পেল ডিপজল-মৌ খানের ‘যেমন জামাই তেমন বউ’

অনলাইন ডেস্ক
 | প্রকাশিত : ০৯ জুন ২০২৩, ১৩:৫৪

সারাদেশের ২১টি প্রেক্ষাগৃহে শুক্রবার মুক্তি পেল মনোয়ার হোসেন ডিপজল ও মৌ খান অভিনীত সিনেমা ‘যেমন জামাই তেমন বউ’। এই সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন তারা। সামাজিক-পারিবারিক ঘরানার এই সিনেমাটি নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা মমতাজুর রহমান আকবর।

‘যেমন জামাই তেমন বউ’ ছবিতে অভিনয়ের পাশাপাশি প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল। এতে ডিপজল ও মৌ খান ছাড়াও আরও অভিনয় করছেন নাহিদ এরফান, শ্যামল, প্রিয়াংকা জামান, রিনা খানসহ আরও অনেকে।

নির্মাতা মনতাজুর রহমান আকবর জানান,‘এটি একটি সামাজিক-পারিবারিক ঘরানার সিনেমা। এ ধরনের গল্পে সাধারণত সিনেমা নির্মিত হয় না। প্রতিটি সংসারে জামাই-বউয়ের মধ্যে ঝগড়া-বিবাদ থাকে। সন্দেহ থাকে। পরিবারের ভেতর যতো ধরনের বিরোধপূর্ণ ঘটনা ঘটে তা এই সিনেমায় উঠে আসবে।’

‘যেমন জামাই তেমন বউ’ নিয়ে প্রত্যাশা কেমন? জানতে চাইলে মৌ খান বলেন, ‘প্রত্যাশা অনেক বেশি। কারণ, ডিপজল ভাইয়া অনেক গুণী একজন অভিনেতা। প্রথমবারের মতো একসঙ্গে বড়পর্দায় হাজির হচ্ছি। আশা করি, দর্শকরা সুন্দর একটা জুটি দেখতে পারবেন। এছাড়াও দর্শক যারা হলে আসবেন, তাদের কাছেও অবশ্যই ছবিটি ভালো লাগবে। তারা যে প্রত্যাশা নিয়ে হলে আসবেন, আশা করি সেটা পূরণ হবে।’

‘প্রতিশোধের আগুন’ ছবির মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয় মৌ খানের। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেন জায়েদ খান। ছবিটি নির্মাণ করেছেন মোহাম্মদ আসলাম।

বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ছয়টি চলচ্চিত্র ‘বান্ধব’, ‘বাহাদুরী’,‘অমানুষ হলো মানু’', ‘বাংলার হার-কিউলিস’,‘মাফিয়া' ও ‘জ্বলছি আমি’।

(ঢাকাটাইমস/৯জুন/এজে)

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :