রাজনীতির ‘রহস্য পুরুষ’ সিরাজুল আলম খান আর নেই

বাংলাদেশের রাজনীতির ‘রহস্য পুরুষ’ খ্যাত সিরাজুল আলম খান (দাদা ভাই) আর নেই।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তিনি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী এ তথ্য জানান। তিনি বলেন, ‘দুপুর সোয়া ২টার দিকে ঢামেক হাসপাতালের লাইফ সাপোর্টে মারা যান তিনি।’
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে সিরাজুল আলম খানকে আইসিইউ থেকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
গত ৭ মে রাতে শ্বাসকষ্টজনিত কারণে রাজধানীর পান্থপথে শমরিতা হাসপাতালে ভর্তি করা হয় সিরাজুল আলম খানকে। এরপর ২০ মে তাকে ঢামেক হাসপাতালে স্থানান্তর করা হয়।
৮২ বছর বয়সী এই রাজনীতিক অনেক দিন ধরে উচ্চ রক্তচাপসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
এর আগে ২০২১ সালেও অসুস্থ হয়ে কিছুদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
চিরকুমার সিরাজুল আলম খান দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন।
১৯৬১ সালে ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক হওয়া সিরাজুল আলম খান ১৯৬৩ সালে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী চেতনাকে বিকশিত করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে ’৬২ সালে ছাত্রলীগের অভ্যন্তরে যে নিউক্লিয়াস গড়ে উঠে তিনি ছিলেন তার মূল উদ্যোক্তা। এই নিউক্লিয়াসের সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক ও কাজী আরেফ আহমেদ। এই ছাত্রনেতারা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সাহচর্যে ছিলেন।
(ঢাকাটাইমস/৯জুন/এফএ)

মন্তব্য করুন