আফতাবনগরে নৌকার আদলে ফুটওভারব্রিজ, থাকবে গাছের ছায়ায় বিশ্রাম আর চলন্ত সিঁড়ি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ১৪ জুন ২০২৩, ১৬:১০ | প্রকাশিত : ১৪ জুন ২০২৩, ১৫:১০

পথচারীদের নিরাপদ সড়ক পারাপারে রাজধানীর আফতাবনগরে নৌকার আদলে চলন্ত সিঁড়িযুক্ত ফুটওভারব্রিজ তৈরি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। তিন কোটি ৮৭ লাখ টাকা ব্যয়ে এই ফুটওভারব্রিজের ওপরে গাছপালা থাকবে বিশ্রাম নিতে। পারাপারের জন্য থাকবে চলন্ত সিঁড়ি।

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সম্মুখস্থল আফতাবনগর-মেরুল প্রধান সড়কে ফুটওভার ব্রিজ নির্মানকাজের উদ্বোধনকালে বুধবার ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব তথ্য জানান।

মেয়র আতিক বলেন, ‘নিরাপদে পথচারী পারাপারের লক্ষ্যে ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে প্রায় চার কোটি টাকা ব্যয়ে একটি নতুন ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু হচ্ছে। এই ফুটওভারব্রিজে দুটি এস্কেলেটর থাকবে।’

‘এই ফুটওভারব্রিজ দিয়ে ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাসহ রামপুরা, বনশ্রী, আফতাবনগর, মেরুল বাড্ডা, হাতিরঝিল এলাকায় যাতায়াতকারী পথচারীরা নিরাপদে রাস্তা পারাপার হতে পারবেন।’

মেয়র আতিক বলেন, ‘প্রধানমন্ত্রী আমাদেরকে দৃষ্টিনন্দন হাতিরঝিল উপহার দিয়েছেন। ঢাকার ও দেশের ব্রান্ডিং করতে হাতিরঝিল ব্যবহৃত হয়। হাতিরঝিলের পাশেই আফতাবনগরে ফুটওভারব্রিজটি হচ্ছে। তাই আমি ডিএনসিসির প্রকৌশলীদের ফুটওভারব্রিজটি যেন দেখতে সবচেয়ে সুন্দর হয়, দৃষ্টিনন্দন হয়, সেই নির্দেশনা দিয়েছি। এই ফুটওভারব্রিজটি নৌকার আদলে দৃষ্টিনন্দনভাবে ডিজাইন করা হয়েছে।’

ডিএনসিসি সূত্রে জানা গেছে, আরবিকো কনসালটেন্টস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান ফুটওভারব্রিজটির নকশা তৈরি করেছে।

ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার তাগিদ দিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে ডিএনসিসি মেয়র বলেন, ‘এডিস মশা সবার জন্যই হুমকি। এই বিষয়ে সচেতন হতে হবে। সচেতনতাই পারে এই ডেঙ্গু পুরোপুরি নিয়ন্ত্রণে রাখতে।’

‘যদিও সিটি কর্পোরেশন থেকে আমরা পদক্ষেপ নিচ্ছি। কার্যকরী লার্ভিসাইডিং করছি, অত্যাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করছি। কিন্তু সবার সচেতনতা ছাড়া ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব নয়। কোথাও পানি জমতে দেয়া যাবে না।’

এসময় এডিসের লার্ভার উৎস পরিত্যক্ত প্লাস্টিকের পাত্র, ডাবের খোসা, মাটির পাত্র, খাবারের প্যাকেট, অব্যবহৃত কমোড এগুলো দেখিয়ে শিক্ষার্থীদের সচেতন করেন তিনি।

জনগণকে গাছ লাগানোর আহবান জানিয়ে মেয়র আতিক বলেন, ‘সবুজে বাস, বারো মাস এই স্লোগানের মাধ্যমে আমারা বৃক্ষরোপণ শুরু করেছি। ডিএনসিসি এলাকার ফুটপাতে, সড়ক বিভাজকে গাছ লাগানো হবে। আগামী দুই বছরে দুই লাখ গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছি।’

‘কোনো জায়গা খালি রাখতে চাই না। ফুটপাতে ছাতিম, বকুল, কাঠ বাদাম, কৃষ্ণচূড়া, সোনালু, সড়কের মিডিয়ানে কাঁটা মেহেদী, রংগন, করবী ও বাগান বিলাস, বামন জারুল, রসকাউ লাগানো হবে। আর আমাদের খালের পাশে বিভিন্ন ধরনের ফলদ গাছ, আম, জাম, কাঁঠাল ও ঔষধি গাছ লাগাবো।’

মেয়র আতিক বলেন, ‘নগরে কোনো পাখি নাই। আমরা বন বিভাগের সাথে আলাপ আলোচনা করে রসকাউ লাগাচ্ছি। রসকাউ ফলটা পাখিদের জন্য খুবই প্রিয়। ক্লিনিং, গ্রিনিং ও ফিডিং এই তিনটিকে বিবেচনায় নিয়ে গাছ লাগানো হবে। গাছই পরিবেশ রক্ষা করবে, তাপমাত্রা নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এই শহরকে বাঁচাতে সবার সহযোগিতায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করতে চাই।’

বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে গাছ রোপণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মুখ্য উপদেষ্টা, বোর্ড অব ডিরেক্টরস প্রফেসর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য প্রফেসর ড. এম এম শহিদুল হাসান, বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি সৈয়দ মঞ্জুর এলাহী, ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত, ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুম গণি, ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলমসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

(ঢাকাটাইমস/১৪মে/কেআর/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

ঈদুল আজহার সরকারি ছুটি কতদিন মিলবে

ঢাকার বাতাসে উচ্চমাত্রায় ক্যানসারের উপাদান

দলের ওপর নির্ভর করে বাংলাদেশ-ভারত সম্পর্ক নয়: পরিবেশমন্ত্রী

আওয়ামী লীগ নয়, দেশ চালাচ্ছে অদৃশ্য শক্তি: মির্জা ফখরুল 

যুগোপযোগী ও কর্মদক্ষ যুবসমাজ স্মার্ট বাংলাদেশ গঠনের অন্যতম পূর্বশর্ত: স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে আধুনিক যান্ত্রিকীকরণে ফসল উৎপাদন বহুগুণে বৃদ্ধি পেয়েছে: সিমিন হোসেন

রেলকে সুস্থ করতে প্রধানমন্ত্রীর নির্দেশে কাজ করে যাচ্ছি: রেলমন্ত্রী 

দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে টেকসই কৌশল উদ্ভাবনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০ জুন থেকে চালু হবে ম্যাংগো স্পেশাল ট্রেন

বঙ্গোপসাগরে ‘এমভি আবদুল্লাহ’, কুতুবদিয়ায় পৌঁছাবে সোমবার 

এই বিভাগের সব খবর

শিরোনাম :