কারিগরি ও মাদ্রাসা শিক্ষার অতিরিক্ত সচিব অবসরে
নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ২০ জুন ২০২৩, ১৫:৩৭

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরী সরকারি চাকরি থেকে অবসরে যাচ্ছেন। আগামী ৩০ জুন তার অবসর কার্যকর হবে।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কর্মরত অতিরিক্ত সচিব জ্যোতি লাল কুরীকে সরকারি চাকরি আইন, ২০১৮ অনুযায়ী আগামী ৩০ জুন অবসর প্রদান হলো। তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসর-উত্তর ছুটিকালীন সুবিধাদি প্রাপ্য হবেন।
(ঢাকাটাইমস/২০জুন/এসএস/এসএম)

মন্তব্য করুন