ঝালকাঠিতে তেলবাহী জাহাজে আগুন, পাঁচজন দগ্ধ, নিখোঁজ ৪

ঝালকাঠি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৩, ১৬:২৮
অ- অ+

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আগুন লেগে জাহাজে থাকা পাঁচজন কর্মচারী দগ্ধ হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন চার জন। খবর পেয়ে ঝালকাঠি ও বরিশালের ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

শনিবার দুপুর ২টার দিকে নদীর দক্ষিণ পাড়ের রাজাপুর গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদুল ইসলাম।

আগুনে দগ্ধরা হলেন, কর্মচারী শাকিল (৩৫), ফরিদুল আলম (৫৩), ইকবাল হোসেন (২৭), মাইনুল ইসলাম হৃদয় (২৯)। এ ছাড়া একজন বাবুর্চিও রয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মহিদুল ইসলাম জানান, নন্দিনি-২ নামের এ জাহাজটি পদ্মা তেলের ডিপোতে তেল খালাস করতে আসে। দুপুরে নদীর অপর পাড়ে নোঙ্গর করা অবস্থায় এতে হঠাৎ বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। তিনি জানান, এ জাহাজে মোট ৯ জন ছিলেন। তাদের মধ্যে পাঁচ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর মধ্যে চার জনকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এখনও চারজন নিখোঁজ রয়েছেন।

(ঢাকাটাইমস/১জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা