মৌলভীবাজারে বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুতের তারে জড়িয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টার দিকে উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় বৃদ্ধ মইন উদ্দিন (৭০) ও তার স্ত্রী এসনো বিবি (৫৫)। একসঙ্গে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে মইন উদ্দিন সুপারি গাছ কাটতে গেলে ঝুঁকিপূর্ণ বিদ্যুতের তারে জড়িয়ে যান। এ সময় মইন বৈদ্যুতিক তারের সাথে জড়িয়ে পড়লে তাকে বাঁচাতে স্ত্রী এসনো বিবি এগিয়ে গেলে স্বামী-স্ত্রী দুজনেই তারের সাথে জড়িয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয়রা তাদের দুজনকে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক উভয়কে মৃত ঘোষণা করেন।
জুড়ী থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহ ময়নাতদন্ত না করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। আইনের বিধি বিধান মোতাবেক পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।(ঢাকাটাইমস/০৪জুলাই/এসএ)

মন্তব্য করুন