আগস্টে তুরস্ক সফর করবেন ভ্লাদিমির পুতিন

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৮ জুলাই ২০২৩, ১৭:০১

আগস্টে তুরস্ক সফর করবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের প্রেসিডেন্ট তাইয়্যেপ এরদোয়ান এই ঘোষণা দিয়েছেন।

শনিবার এরদোয়ান বলেছেন, তিনি কৃষ্ণ সাগরের শস্য চুক্তি কমপক্ষে তিন মাস বাড়ানোর জন্য রাশিয়াকে চাপ দিচ্ছেন।

সফররত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, আগামী মাসে পুতিন তুরস্ক সফর করবেন। তিনি রুশ শাসকের সঙ্গে বন্দী বিনিময় নিয়ে আলোচনা কোর কথাও জানিয়েছেন।

গত বছর তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণ সাগর বন্দর দিয়ে শস্য রপ্তানি চুক্তি করেছিল ইউক্রেন-রাশিয়া।

জেলেনস্কির বর্তমানে বুলগেরিয়া, চেক প্রজাতন্ত্র এবং স্লোভাকিয়ায় সফর করেছেন। কিয়েভকে ন্যাটো জোটের অন্তর্ভুক্ত করার ব্যাপারে তিনি আগামী সপ্তাহে একটি শীর্ষ সম্মেলনে দৃঢ় পদক্ষেপ নেওয়ার প্রচেষ্টা হিসেবে এই সফর করছেন। এ ব্যাপারে এরদোয়ান বলেছেন, ইউক্রেন ন্যাটোর সদস্য হওয়ার যোগ্য।

এরদোয়ান বলেন, কৃষ্ণ সাগর শস্য চুক্তির মেয়াদ ১৭ জুলাই এবং এর পরেও দীর্ঘ সময়ের জন্য বাড়ানোর কাজ চলছে। আগামী মাসে তুরস্কে পুতিনের সঙ্গে বৈঠকের আলোচ্যসূচিতে এই চুক্তিটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে।

জেলেনস্কির সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমাদের আশা হল এটি প্রতি দুই মাসে নয়, প্রতি তিন মাসে অন্তত একবার বাড়ানো হবে। আমরা এই বিষয়ে চেষ্টা করব এবং এর মেয়াদ দুই বছর বাড়ানোর চেষ্টা করব।’

এছাড়াও উভয় ব্যক্তিই বলেছেন যে তারা পুতিনের সঙ্গে এরদোয়ানের আলোচনার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়েও আলোচনা করেছেন। সেটি হলো বন্দী বিনিময়ের প্রশ্ন, যা জেলেনস্কি বলেছিলেন তাদের এজেন্ডায় প্রথম এটিকে স্থান দেওয়া হয়েছিল।

এরদোয়ান বলেন, ‘আমি আশা করি খুব শীঘ্রই আমরা এর ফল পাব।’ সফরের আগে পুতিনের সঙ্গে তার যোগাযোগেও বিষয়টি উঠে আসতে পারে বলে তিনি জানিয়েছেন। তিনি বলেন, ‘যদি আমরা এর আগে কোনো ফোন কল করি, তাহলে আমরা কলেও এটি নিয়ে আলোচনা করব।’

শনিবার জিজ্ঞাসা করা হয়েছিল আগস্টে পুতিনের তুরস্ক সফরের প্রস্তুতি চলছে কি না। জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভকে তাস নিউজ এজেন্সি উদ্ধৃত করে বলেছেন, ‘যোগাযোগ সম্ভব। এখনও কোন তারিখ ঠিক করা হয়নি।’

(ঢাকাটাইমস/৮জুলাই/এসএটি)

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

ইরানের প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত, নিখোঁজ অনেকে

ইসরায়েলি সরকারে ভাঙনের সুর, যুদ্ধকালীন মন্ত্রীর পদত্যাগের হুমকি

রাফা ছেড়ে পালিয়েছে ৮ লাখ লোক: জাতিসংঘ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ৫০ জনের মৃত্যু

বুথিডং শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিলো আরাকান আর্মি

এবার কোভ্যাক্সিনেও পার্শ্বপ্রতিক্রিয়া! যেসব উপসর্গ দেখা দিচ্ছে

ইসরায়েলের সঙ্গে দীর্ঘমেয়াদে লড়াইয়ের জন্য প্রস্তুত হামাস: আল-কাসাম ব্রিগেড

আফগানিস্তানে তিন স্প্যানিশ পর্যটককে গুলি করে হত্যা 

চলন্ত বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে ৯ জনের মৃত্যু

‘পানির উৎস নিয়ে বিরোধ’ বিশ্বজুড়ে সংঘাত সৃষ্টি করছে: এরদোয়ান 

এই বিভাগের সব খবর

শিরোনাম :