পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী নাহিদা রুনাইয়ের জামিন হাইকোর্টে স্থগিত

দেশের একাধিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে তিন হাজার কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে ফেরারী প্রশান্ত কুমার ওরফে পি কে হালদারের ঘনিষ্ঠ বান্ধবী নাহিদা রুনাইয়ের জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।
অবৈধ সম্পদ অর্জন এবং অর্থ পাচারের অভিযোগে করা মামলায় সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের জন্য তার জামিন স্থগিত করেন। একইসঙ্গে তার জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।
গত ২৮ ফেব্রুয়ারি জামিন পান ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাই। গত ৮ জুলাই নাহিদা রুনাইয়ের জামিন বাতিল চেয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট শাখায় আবেদন করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ সময় দুদকের পক্ষ থেকে হাইকোর্টে বলা হয়, নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে অর্থপাচার মামলার তদন্ত চলছে। এ অবস্থায় জামিনে থাকলে তা তদন্তে প্রভাব ফেলবে। তাই জামিন বাতিল চায় দুদক।
নাহিদা রুনাইয়ের বিরুদ্ধে অভিযোগ, পি কে হালদারের অর্থ পাচারের বিষয়গুলো তিনি দেখভাল করতেন। ভুয়া কাগজপত্রে অস্তিত্ববিহীন প্রতিষ্ঠানের নামে ঋণ তুলে ৭০ কোটি ৮২ লাখ টাকা আত্মসাৎ করেন পি কে হালদারের ঘনিষ্ঠজনদের কাছে ‘বড় আপা’ হিসেবে পরিচিত রুনাই।
পি কে হালদার রিলায়েন্স ফিন্যান্স থেকে ইন্টারন্যাশনাল লিজিংয়ে বড় পদে নিয়ে এসে নাহিদা রুনাইকে দ্রুততম সময়ে চারটি পদোন্নতি দিয়ে ভাইস প্রেসিডেন্ট করেন।
(ঢাকাটাইমস/১০জুলাই/ডিএম)

মন্তব্য করুন