মাদারীপুরে শ্যালককে পিটিয়ে হত্যা, থানায় মামলা

মাদারীপুর প্রতি‌নি‌ধি, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ১০ জুলাই ২০২৩, ২০:৪৪

মাদারীপুরে শ্যালককে পিটিয়ে হত্যা করেছে দুলাভাই রাজ্জাক ফকির।

রবিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামে রাজ্জাক ফকিরের বাড়িতে মারধরের ঘটনা ঘটে। রাতে হাসপাতালে রিপনের মৃত্যু হয়। নিহত রিপন শেখ (২৫) একই উপজেলার পশ্চিম রাজৈর দক্ষিণ পাড়া গ্রামের আবদুল রউফ শেখের ছেলে।

এ ঘটনার পর অভিযুক্ত রাজ্জাক পালিয়ে যায়। তবে তাৎক্ষনিক রাজ্জাকের মা রুমা বেগমকে আটক করেছে রাজৈর থানা পুলিশ।

সোমবার বেলা ১১টায় এ ব্যাপারে নিহতের মা মর্জিনা বেগম বাদী হয়ে মেয়ের জামাই রাজ্জাকসহ ৭ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলা দায়ের পর রাজ্জাকের মা রুমা বেগমকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার পূর্ব সরমঙ্গল গ্রামের আলমগীর ফকিরের ছেলে রাজ্জাক ফকির পরকীয়ার সন্দেহের জের ধরে রবিবার সন্ধায় স্ত্রী রিপা বেগমকে (২৪) মারধর করে। এ খবর জানতে পেরে রিপার ভাই রিপন শেখ (২৬) নিকটতম গ্রাম পশ্চিম রাজৈর থেকে বোনের বাড়িতে যায় এবং মারধর ঠেকাতে গেলে তাকেও হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে ভর্তি করলে রাতে চিকিৎসাধীন অবস্থায় রিপন শেখ মারা যায়। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৮টার দিকে মরদেহ উদ্ধার করে।

নিহত রিপনের মা মর্জিনা বেগম জানান, ‘আমার মেয়ের জামাই রাজ্জাক ফকির আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিয়ে আমার মেয়ে ও ছেলেকে মারধর করে। পরে হাসপাতলে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ছেলে রিপন মারা যায়। আমি এর বিচার চাই।’ রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, ‘পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে।’

(ঢাকাটাইমস/১০জুলাই/এআর)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :