বগুড়ায় দুদকের মামলায় ৪ জনের ১৫ বছর কারাদণ্ড

১১ কোটি টাকা দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় বগুড়ার ব্যাংক কর্মকর্তাসহ ৪জনকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক অম্লান কুমার জিষ্ণু এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের আইনজীবী (পিপি) এস এম আবুল কালাম আজাদ।
আসামিরা হলেন, দুপচাঁচিয়ার সাবেক উপজেলা হিসাবরক্ষক খলিলুর রহমান এবং সোনালী ব্যাংকের দুপচাঁচিয়া শাখার ক্যাশ বিভাগের সাবেক কর্মকর্তা আব্দুল বারী, আব্দুস সালাম ও ইউনুস আলী।
আইনজীবী (পিপি) এস এম আবুল কালাম আজাদ বলেন, দুপচাঁচিয়া উপজেলায় পেনশনধারীদের অর্থ দীর্ঘদিন ধরে ভুয়া কাগজপত্র তৈরি করে আসামীরা আত্মসাৎ করেছেন। এভাবে ক্ষমতার অপব্যবহার করে ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা আত্মসাৎ করা হয়। এমন অভিযোগে ২০১৫ সালে বগুড়ার জেলা দুদক কার্যালয়ের তৎকালীন সহকারী পরিচালক আমিনুল ইসলাম মামলা করেন। সেই মামলায় এতদিন শুনানি চলছিল। শুনানিতে ১৭ জনের স্বাক্ষ্য গ্রহণ করা হয়। আজ শুনানি শেষে এই রায় দেন আদালত। রায়ে তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক পৃথক ধারায় মোট ১৫ বছর করে সাজা দেওয়া হয়েছে। এছাড়া আত্মসাৎ করা ১১ কোটি ৭৪ লাখ ৬১ হাজার ৮৬৩ টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক।
(ঢাকাটাইমস১০জুলাই/এআর)

মন্তব্য করুন