সোমবার সব পৌরসভা ও ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে: ইসি রাশেদা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুলাই ২০২৩, ১৭:০০
অ- অ+

আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশ্বস্ত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) বেগম রাশেদা সুলতানা। তিনি বলেন, নির্বাচনের আচরণ বিধি মেনে সকল প্রার্থীকে নির্বাচনি প্রচার চালাতে হবে এবং আশা করি সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে।

বুধবার দুপুরে সিরাজগঞ্জের তাড়াশে আগামী ১৭ জুলাই পৌরসভা নিবার্চনকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন।

রাশেদা সুলতানা আরও বলেন, নির্বাচনকালে ইভিএম বিকল হলে তাৎক্ষণিক বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ইভিএম এ রেজাল্ট পরিবর্তনের সুযোগ নেই। কেন্দ্রেই রেজাল্ট দেওয়া হবে। এছাড়া নির্বাচনে প্রতিটি ওয়ার্ডে একজন করে নিবার্হী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুল রহমান মন্ডল বিপি,এম, পিপি,এম (বার), রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিসার মো. দেলোয়ার হোসেন, সিরাজগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. শহিদুল ইসলাম।

আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাউল করিম, উল্লাপাড়া সার্কেল অমৃত কুমার সূত্রধর, তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. মুজিবুল আলম ।

এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে বক্তব্য সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী রোকসানা খাতুন, আমিনা খাতুন, সুফিয়া খাতুন, সাধারণ কাউন্সিলর প্রার্থী সাহাবার হোসেন খাঁন, কামাল হোসেন মওদুদ আহমেদ, মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত আব্দুর রাজ্জাক, স্বতন্ত্র প্রার্থী বাবুল শেখ, মো. শহিদুল ইসলাম ও আল-আমিন হোসেন। মতবিনিময় সভায় সঞ্চালনা করেন তাড়াশ উপজেলা সহকারী কমিশনার ভূমি নূরী তাসমিন উর্মি।

প্রসঙ্গত, দেশের আটটি পৌরসভায় ও অর্ধ শতাধিক ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ১৭ জুলাই। পৌরসভাগুলো হলো- সিরাজগঞ্জের তাড়াশ পৌরসভা, পিরোজপুরের ভাণ্ডারিয়া, চট্টগ্রামের দোহাজারী, শরীয়তপুরের গোসাইরহাট, কুমিল্লার দেবিদ্বার, পিরোজপুরের মঠবাড়িয়া, চাঁদপুরের ছেংগারচর ও যশোরের বেনাপোল।

(ঢাকাটাইমস/১২জুলাই/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা