গোপালগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ১১:১৫

গোপালগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান ও সাবেক সভাপতির সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

বুধবার বিকালে গোপালগঞ্জ শহরতলীর ফকিরকান্দি হাজীবাড়ী বড় মসজিদের কাছে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দীর্ঘ দিন ধরে গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের বর্তমান সভাপতি বুলবুল ইসলামের সাথে সাবেক সভাপতি জাসু শেখের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলছিল। বুধবার সকালে ফুটবল খেলাকে কেন্দ্র করে দু’পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এর জেরে সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ৩০ জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত ১০ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চাঁদপুরে আগুনে পুড়ল গোডাউনসহ আওয়ামী লীগ কার্যালয়

সংঘর্ষের সময় বেশকিছু বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেশ কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :