চাঁদপুরে আগুনে পুড়ল গোডাউনসহ আওয়ামী লীগ কার্যালয়

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ১০:০৮
অ- অ+

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মহামায়া পূর্ব বাজারে আগুন লেগে ব্যবসায়ীদের মালামাল রাখার একটি গোডাউন ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় পুড়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হাতহত হয়নি।

ব্যবসায়ীদের দাবি, তাদের অবকাঠামো ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসায় রক্ষা পেয়েছে বাজারের শত শত ব্যবসা প্রতিষ্ঠান।

মঙ্গলবার দিনগত রাত সোয়া ১০টা দিকে বাজারের পূর্ব পাশে স্টেশন সড়কে এই গোডাউনের বাইরে থেকে আগুনের সূত্রপাত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামাল হাজী জানান, মহামায়া পূর্ব বাজার স্টেশন সড়কে বিল্লাল পাটওয়ারী ও মো. শহীদ উল্যার যৌথ মালিকানাধীন একটি গোডাউনে আগুন লাগে। এসময় চাঁদপুর ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

চাঁদপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স উত্তর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল-আমিন বলেন, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে আমরা আগুনের সংবাদ পাই। তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে রাত ১১টা ৩৯ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

আগুনে গোডাউনের সামনে থাকা ইউনিয়ন আওয়ামী লীগের একটি কার্যালয়, শাহাজান বেপারীর অটোবি ফার্নিচার মালামাল, হারুন বেপারীর সিমেন্ট, জাহাঙ্গী, মনির ও জাফর বেপারীর সংরক্ষিত ফল ও মুরগী ফার্মের একটি কক্ষ পুড়ে যায়। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।

আরও পড়ুন: মাদারীপুরে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬

আগুনের খবর পেয়ে তাৎক্ষণিক চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। তারা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করেন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
৫ আগস্ট গুলিবিদ্ধ তরুণ সালমানের পাশে তারেক রহমান 
যশোরে বাজার দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে বিএনপি কর্মী নিহত  
Celebrating Mother’s Day: A Tribute to the Strength and Love of Working Mothers
বিদেশি বিশেষজ্ঞ এনে সংস্কারসহ পুঁজিবাজার উন্নয়নে পাঁচ নির্দেশনা প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা