মাদারীপুরে এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত ১৬

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২৩, ০৯:৩২

মাদারীপুরে ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে জেলা সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন ১৬ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১২৯ জন। যার অর্ধেকের বেশি রাজৈর উপজেলার বলে জানা গেছে।

জেলার স্বাস্থ্য বিভাগ জানায়, কোনোভাবেই কমছে না ডেঙ্গর প্রকোপ। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে। শিশু-কিশোর, বৃদ্ধসহ সব বয়সের মানুষ এ রোগের উপসর্গ নিয়ে হাসপাতালে আসছেন।

জেলার চার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু রোগীদের চিকিৎসা দেয়ার জন্য আলাদা ইউনিট খোলা হয়েছে। সার্বক্ষণিক রাখা হয়েছে চিকিৎসকের নজরদারিতে। চলতি মৌসুমে জেলায় এখন পর্যন্ত ১২৯ জন এ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১১৩ জন। এছাড়া ভর্তি আছেন ১৬ জন। আক্রান্ত হওয়া অধিকাংশ রোগী রাজধানীফেরত। তাদের মধ্যে কেউ রাজধানীতে কর্মরত অবস্থায়, আবার কেউ আত্মীয়র বাড়ি বেড়াতে গিয়ে আক্রান্ত হয়েছেন। পরে নিজ জেলায় এসে ভর্তি হচ্ছেন হাসপাতালে।

মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি কুনিয়া ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের মাসুদ হোসেন ঢাকা টাইমসকে বলেন, ‘আমি কোরবানির ঈদে কসাইয়ের কাজের জন্য ঢাকাতে ছিলাম। কয়েকদিন পরে শরীরের প্রচুর জ্বর আসায় বাড়িতে চলে আসি। এরপর থেকে জ্বর আর থামছে না। পরে স্থানীয় চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হই। এখনো প্রচুর জ্বর আছে। হাসপাতালেও বেশি সেবা যত্ন করে না। তবুও ভর্তি আছি।’

আরও পড়ুন: জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর তিন আসামির যাবজ্জীবন

মাদারীপুরের সিভিল সার্জন ডা. মুনীর আহমেদ খান ঢাকা টাইমসকে জানান, ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে ভয় আর আতঙ্ক নয় তাৎক্ষণিক হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিতে হবে। এ ছাড়া বাসা বাড়িতে এডিস মশার লার্ভা যেন না হয়; সে ব্যাপারেও সতর্ক থাকার পাশাপাশি ঘুমানোর সময় মশারির ব্যবহার করার কথা জানান ওই চিকিৎসক।

(ঢাকাটাইমস/১৩জুলাই/এসএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :