শ্রীপুরে সামান্য বৃষ্টিতেই ৭০০ মিটার সড়কে জলাবদ্ধতা, ভোগান্তি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৩, ১২:৩৫| আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১২:৩৭
অ- অ+
মাওনা চৌরাস্তায় শ্রীপুর উপজেলার সঙ্গে গুরুত্বপূর্ণ রাস্তাটিতে অল্প বৃষ্টিতে জলবদ্ধতা সৃষ্টি হয়। ছবি: ঢাকা টাইমস

গাজীপুরের শ্রীপুর উপজেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ সড়ক মাওনা চৌরাস্তার কাকলি ফার্নিচারের পাশ থেকে ৭০০ মিটার অংশজুড়ে সড়কটিতে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা লেগে থাকে। প্রতি বর্ষায় এমন পরিস্থিতি দেখা দিলেও তা নিরসনে প্রয়োজনীয় উদ্যোগ নেই।

এদিকে উপজেলার সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাটি দিয়ে প্রতিদিন শত শত গণপরিবহনে যাতায়াত করেন হাজারো মানুষ। এ ছাড়া বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের পণ্য পরিবহনে শত শত গাড়ি চলাচল করে। বর্ষাজুড়ে জলাবদ্ধতা থাকায় ভোগান্তি পোহাতে হয় এই সড়কে চলাচলকারী যাত্রীদের।

জানা গেছে, আশপাশের বহুতল ভবন ও মার্কেটের ময়লা-বর্জ্য মিশ্রিত পানি পাইপ লাইনের মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে রাস্তার পাশের ড্রেনে। এতে ড্রেন বন্ধ হয়ে বৃষ্টির সঙ্গে সঙ্গে সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। সড়কে এসব ময়লা-পানি ঠেলে চলাচল করতে হয় যানবাহনসহ ও সাধারণ মানুষের।

সরেজমিন ঘুরে দেখা যায়, সড়কে পানির ঢেউ। ৭০০ মিটার সড়কে পুরোপুরি বর্ষার মতো পানি জমে রয়েছে। পানি ঠেলে চলাচল করছে বিভিন্ন পরিবহন। এ সময় ময়লা-বর্জ্য মিশ্রিত পানি ছিটে যাচ্ছে পথচারীদের গায়ে।

মাওনা চৌরাস্তার ব্যবসায়ী সোহেল রানা ঢাকা টাইমস বলেন, আশপাশের বাসাবাড়ির ময়লা-বর্জ্য পাইপ লাইনের মাধ্যমে ফেলা হচ্ছে ড্রেনে। যে কারণে ড্রেন বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এত সুন্দর রাস্তা বর্ষাজুড়ে পানিতে ডুবে থাকে। বৃষ্টি হলেই রাস্তায় নদীর মতো পানির ঢেউ হয়।

স্থানীয় মার্কেট মালিক কবির মিয়া ঢাকা টাইমসকে বলেন, পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকার পরও সড়কে হাঁটু পানি থাকে। ড্রেন পরিষ্কার না করায় এখানে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। প্রতি বর্ষায় এখানে মানুষকে ভোগান্তি পোহাতে হয়।

স্থানীয় অটোরিকশাচালক জিন্নাত মিয়া ঢাকা টাইমসকে বলেন, রাস্তায় যাত্রী নিয়ে চলাচল করার সময় প্রতিনিয়ত পথচারীদের গালাগাল শুনতে হয়। গাড়ি একটু গতিতে চালালে রাস্তার ময়লা পানি ছিটে পথচারীদের গায়ে যায়। এ নিয়ে পথচারীরা গালমন্দ করেন।

আরও পড়ুন: কুড়িগ্রামে দুধকুমার ও ধরলার পানি বিপৎসীমার ওপরে, পানিবন্দি ১০ হাজার পরিবার

শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আলী আসগর ঢাকা টাইমসকে বলেন, স্থানীয় বাসাবাড়ির ময়লা-বর্জ্য পানির লাইনে চলে আসায় এখানে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এসব অপসারণ করে জলাবদ্ধতা দূর করা হবে।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজনৈতিক দলের বিচারের বিষয়ে ভবিষ্যতে সিদ্ধান্ত: চিফ প্রসিকিউটর
হবিগঞ্জে দুই এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ, আহত ৫০
বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ শন টেইট
আবেগবশত হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না, সরকারকে রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা