উদ্বোধনের আগেই আগুনে পুড়ল পর্যটকবাহী হাউজবোট
সুনামগঞ্জের সুরমা নদীতে আগুনে পুড়ে ছাই হলো একটি পর্যটক পরিবহনকারী হাউজবোট। এটি আর কিছু দিন পরই উদ্বোধন করার কথা ছিল।
শুক্রবার বিকাল ৫টার দিকে পৌর শহরের সাহেববাড়ি ঘাটে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভালেও বোটটি আর ব্যবহার যোগ্য নয়।
স্থানীয়রা জানান, সাহেববাড়ি ঘাটে সুরমা নদীতে হাউজবোটটি নোঙর করা ছিল। এসময় হঠাৎ করেই আগুন লেগে যায়। বোটটি কাঠ ও খড়ের হওয়ায় আগুন দ্রুত বৃদ্ধি পেতে থাকে। আশেপাশের লোকজন অনেক চেষ্টা করেও আগুন নেভাতে ব্যর্থ হন। এ অবস্থায় নিরাপত্তার কথা ভেবে জ্বলন্ত বোটকে তারা নদীতে ভাসিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস এসে দীর্ঘ দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বোটটি পুরোপুরি ভস্মিভূত হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, বোটটি নির্মাণ করতে ৪৫ থেকে ৫৯ লাখ টাকা ব্যয় হয়েছে। অগ্নিকাণ্ডের সময় বোটে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএ)